ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ভারতীয় ফুটবলকে ফিফা অনির্দষ্টকালের জন্য নির্বাসিত করায় ফুটবল মহলে দুশ্চিন্তার কালো মেঘ। পরিস্থিতি জটিল দেখে এবার আসরে নামল কেন্দ্র সরকার। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। এই সঙ্কট থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাল কেন্দ্রীয় সরকার।সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানালেন। বুধবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি আগেই নির্ধারিত ছিল। কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে দিনের প্রথম এই মামলার শুনানি হবে।
![](https://insidesports.in/wp-content/uploads/2022/08/IMG_20220816_153849.jpg)
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও পদ আগলে রেখেছিলেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল। নিয়ম মেনে যদি প্রফুল্ল প্যাটেলরা ঠিক সময়ে নির্বাচন করতে পারত তাহলে এই সমস্যা তৈরিই হত না। এই ব্যাপারে সিওএ কমিটির সদস্য ভাস্কর গাঙ্গুলি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্ট আমাদের কমিটি তৈরি করেছে। আমরা নিজে থেকে তো আসিনি। গোটা ব্যাপারটা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে ফিফা নির্বাসন নিয়ে খুব বেশি মন্তব্য করা আমাদের উচিত হবে না।’ তবে সুপ্রিম কোট যদি বলে আমাদের সরে যেতে, তাহলে সরে যাব। আমাদের সরে যেতে কোনও সমস্যা নেই।”
![](https://insidesports.in/wp-content/uploads/2022/08/IMG_20220816_154147.jpg)
এদিকে ফিফার নির্বাসন ঘোষণার পরে ভাইচুং ভুটিয়া সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন,‘‘ভারতীয় ফুটবলকে নির্বাসিত করার ঘোষণা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খুব কঠিন সিদ্ধান্ত। তবে এর একটা ভাল দিকও রয়েছে। ফুটবল প্রশাসনকে আবার ঠিক পথে ফেরানোর সুযোগ পেয়েছি আমরা। তার জন্য ফুটবল ফেডারেশন, সব রাজ্যের ফুটবল সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’’
![](https://insidesports.in/wp-content/uploads/2022/08/IMG_20220816_154218.jpg)
মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত বলেছেন,”ফিফার এই সিদ্ধান্তে সব থেকে দুটি মারাত্মক ক্ষতি হয়ে গেল। প্রথমত, আসন্ন ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হবে না। দ্বিতীয়ত আমরা এএফসি কাপের ম্যাচ খেলতে পারব না। খুবই দূঃখজনক ঘটনা। তবে আমি আশাবাদী, সবাই মিলে বসে ফুটবলের জন্য ফিফার নিয়ম মেনে নেবে।”
![](https://insidesports.in/wp-content/uploads/2022/08/IMG_20220816_154128-1024x826.jpg)
ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার বলেছেন, “ফেডারেশনের কর্তারা যদি সঠিক সময় নিয়ম মেনে নির্বাচন করত তাহলে এই সমস্যা হত না। এখনও সময় আছে, সব পক্ষ এক সঙ্গে বসে ফুটবলের স্বার্থে কাজ করার সিদ্ধান্ত নিক। আমি আর একটা কথা জানিয়ে দিতে চাই, ফিফার এই সিদ্ধান্তে আমাদের বিদেশি ফুটবলার নিয়োগ নিয়ে কোনও সমস্যা হবে না। আমাদের বিদেশি ফুটবলারের সঙ্গে আগেই চুক্তি হয়ে গিয়েছে। আমাদের সদস্য-সমর্থকরা নিশ্চিত থাকতে পারেন।”
![](https://insidesports.in/wp-content/uploads/2022/08/IMG_20220816_154424.jpg)
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,”ফিফার এই নির্বাসনে আমাদের ভারতীয় ফুটবল সঙ্কটে। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে হবে না। মোহনবাগান এএফসি খেলতে পারব না। যে সমস্ত ক্লাব এখনও বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারেননি তারাও আর নতুন করে চুক্তি করতে পারবে না। আমাদের জাতীয় দল খেলতে পারবে না। ভারতীয় ফুটবলে বিরাট ক্ষতি। যারা ফুটবল নিয়ে কাজ করছেন তাঁরা নিশ্চয় ভাববেন। তাঁদের সদিচ্ছার উদয় হবে”।
আইএফএ সচিব অনির্বান দত্ত জানান, শাস্তি না উঠলে ভারতীয় ফুটবল অন্ধকারে তলিয়ে যাবে। আশাকরি মহামান্য আদালত সঠিক সিদ্ধান্ত জানাবে।”
![](https://insidesports.in/wp-content/uploads/2022/08/IMG_20220728_192934-14-1024x477.jpg)
প্রসঙ্গত, নির্বাসন তুলতে হলে ফিফা দুটি শর্ত দিয়েছে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি তুলে দিতে হবে। আর এআইএফএফ-এর হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে। এই সব করতে হলে দ্রুত নির্বাচন করতে হবে।