নির্বাসন তুলে নিল ফিফা, ভারতীয় ফুটবলে স্বস্তি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে মুক্তি। ১২ দিন পর ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। এমনটাই শুক্রবার রাতে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

সর্বভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না। এবার এএফসি কাপে খেলতে এটিকে মোহনবাগানেরও বাধা রইল না। স্বাভাবিক ভাবেই ফিফার এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা।

গত ১৫ অগস্ট ভারতীয় সময় মধ্য রাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। ফেডারেশনে ‘তৃতীয় পক্ষে’র হস্তক্ষেপের কারণে ফিফা নির্বাসিত করছিল। ফিফার সাফ কথা ছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত COAকে অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে। এর পরেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় এবং সিওএ বাতিল করে। এআইএফএফের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধরের হাতে। চার দিন আগে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর নির্বাসন তুলে নেওয়ার জন‍্য আবেদন করে ফেডারেশন। তার পরেই নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ফিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here