ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ইডেন ঘুরে গেলেন সদ্য অবসর নেওয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। নিজের বায়োপিক ‘সাবাশ মিঠু’-র প্রচারে এসে কিছুক্ষণ ইডেনে কাটিয়ে গেলেন মিতালি।
এই বায়োপিকের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর চরিত্রে অভিনয় করা তাপসী পানুও এদিন ইডেনে উপস্থিত ছিলেন। নিজের ছবির প্রচারের ফাঁকে মিতালি বলে গেলেন,সুযোগ এলে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে আসতে চান। তিনি কিছুটা অনুযোগের সঙ্গে বলেন, পুরুষতান্ত্রিক সমাজে মহিলা ক্রিকেট অনেকটাই ব্রাত্য। “পুরুষ ক্রিকেটের তুলনায় মহিলা ক্রিকেটে প্রচার নেই। গুরুত্ব কম পাই। জানি এই সমস্যা সহজে যাবে যাবে না। সময় লাগবে।” বলেছেন মিতালি।
নিজের বায়োপিক সম্পর্কে মিতালি জানিয়েছেন,”আমি খুব খুশি হয়েছি যে আমাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। তাপসী খুব ভাল অভিনেত্রী। আমার রোলটা ভালই করবে।”
তাপসী বলেছেন,” আমি গর্বিত মিতালির মতো চরিত্রে অভিনয় করতে পেরে। মিতালির চরিত্রে অভিনয় করার আগে প্রত্যেক দিন সকালে উঠে অনুশীলন করেছি। এই ব্যাপারে মিতালি আমাকে খুব সাহায্য করেছে।”