নিউজিল‍্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

0

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৭২-৪ (উইলিয়ামসন ৮৫, গাপ্তিল ২৮)
অস্ট্রেলিয়া: ১৭৩-২ (ওয়ার্নার ৫৩, মার্শ ৭৭*)

অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে। হ‍্যাঁ,অবশেষে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতল অস্ট্রলিয়া। নিউজিল‍্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শেষ হাসি অজি বাহিনীর মুখে। ২০১০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই বছর ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল।

টস জিতে নিউজিল‍্যান্ডকে ব‍্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। তবে ব‍্যাট করতে নেমে উইলিয়াসন অধিনায়কোচিত ইনিংস খেলেন। উইলিয়ামসন ছাড়াও গুপ্তিল
ও ২৮ রান করেন। অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ‍্য মাত্রার সামনে দাঁড় করিয়ে দেন দেয় কিউয়িরা ৷
১০টি চার, ৩টি ছয়ে সাজানো উইলিয়াসনের অধিনায়কোচিত ইনিংসেই জয়ের স্বপ্ন দেখছিল কিউয়িরা। কিন্তু শেষ রক্ষা হল না।

জবাবে অব‍্যাট করতে নেমেই অধিনায়ক ফিঞ্চ ৫ রানে ফিরলেও তার আঁচ পড়তে দেননি ওয়ার্নার-মার্শ ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব‍্যাটস‍ম‍্যানের জুটিতে ৯২ রান করেন। ৩৮ বলে ওয়ার্নার ৫৩ রান করেন। আর ৫৫ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে দলকে সেরা করেই মাঠ ছাড়েন মার্শ ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here