ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে সুখবর। খুব শীঘ্রই বকেয়া টাকা পেতে চলেছে কলকাতা লিগ খেলা ক্লাবগুলি। এতদিন চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল আইএফএ। এবার কিছু টাকার মুখ দেখেছে। আর তাই কালবিলম্ব না করে ক্লাব গুলির বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন IFA সচিব অনির্বান দত্ত। নার্সারি থেকে দ্বিতীয় ডিভিশনের যত ক্লাব আছে তাদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে চলেছে IFA সচিব। একই সঙ্গে প্রথম ডিভিশন ও প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলিকেও বকেয়ার আংশিক টাকা দেওয়া হবে। এমনটাই জানালেন IFA সচিব অনির্বান দত্ত।
‘ইনসাইড স্পোর্টস’কে অনির্বান বলছিলেন,”নার্সারি থেকে দ্বিতীয় ডিভিশন ক্লাব গুলির যত বকেয়া আছে, তাদের সব বকেয়া মিটিয়ে দেব। কোন ক্লাব কত টাকা করে পাবে তার হিসেব করে প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমাদের অ্যাকাউন্টস বিভাগ। খুব শীঘ্রই সমস্ত ক্লাব টাকা পেয়ে যাবে। একই সঙ্গে আমরা প্রথম ও প্রিমিয়ার ডিভিশনের ক্লাব গুলিকেও তাদের বকেয়ার কিছু টাকা দিতে পারবো।”
আসলে শ্রাচী স্পোর্টসকে IFA-এবার স্পনসর হিসেবে পেয়েছে। বছরে আড়াই কোটি টাকা। তার সঙ্গে সিস্টার নিবেদিতার নতুন ক্লাব হিসেবে অনুমোদন পাওয়ায় IFA পাচ্ছে এক কোটি টাকা। এছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ IFA-এর মোটা টাকা পাওয়ার কথা। সব মিলিয়ে IFA কিছু টাকার মুখ দেখতে পাচ্ছে। তাই প্রথমেই ক্লাবগুলির বকেয়া মেটানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা।