নারী দিবসে ‘অনন‍্যা’ সম্মান জানাল আইএফএ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৮ মার্চ : নারী দিবসের উৎসবে সাভিল হল আইএফএ। একজন সফল পুরুষের পিছনে বিরাট অবদান থাকে নারীর। সেই নারী মা হতে পারেন, স্ত্রী হতে পারেন অথবা দিদি বা বোনও হতে পারেন। বাংলার ক্রীড়া জগতে অনেক খেলোয়াড় আছেন যাদের প্রতিষ্ঠার পিছনে আছেন সেই সব নারীর অবদান। যা কখনও প্রকাশ হয় না। আজ সেই সব নারীদের ‘অনন‍্যা’ সম্মান জানাল আইএফএ।

এদিন, দুপুরে মধ‍্য কলকাতার এক পাঁচতারা হোটেলে উপস্থিত হয়েছিলেন চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তি গোস্বামী। ছিলেন মেহেতাব হোসেনের মা, এসসি ইস্টবেঙ্গলের শুভম সেন ও দেবজিত মজুমদারের মা। আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবেগাপ্লুত সুব্রতবাবু বলেন,”আইএফএ-এর এমন উদ‍্যোগ খুব ভাল। নারীদের এই ভাবে সম্মান জানাতে পেরে ভাল লাগছে। ক্রীড়া জগতের সকল খেলোয়াড় নিজের পরিবার নিয়ে ভাল থাকুক।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here