◆এটিকে মোহনবাগান-২ (লিস্টন, শুভাশিস)
◆নর্থ-ইস্ট ইউনাইটেড-১
(ইভান্স)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত খেলে এক পয়েন্ট নিয়ে কলকাতা শহরে ফিরেছিল এটিকে মোহনবাগান। আইএসএলের ‘লাস্ট বয়’ নর্থ ইস্টকে হারাতে পারলে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নেমেছিলেন ফেরান্দোর ছেলেরা। প্রত্যাশা মতোই নর্থ ইস্টকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান।
এদিন ম্যাচের শুরু থেকেই লিস্টন,পেত্রাতোস,শুভাশিসরা ছিলেন আক্রমণাত্মক। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হুগো বুমোর পাস থেকে লিস্টন নর্থ-ইস্টের গোল লক্ষ্য করে শট নেন। গোলকিপার শরীর ছুঁড়েও বাঁচাতে পারেননি। দর্শনীয় গোল। ধারে ভারে নর্থ ইস্টের থেকে অনেকটাই এগিয়ে ছিল বাগান দল। তবে প্রতি আক্রমণে উঠে গিয়ে গোলের সুযোগ পেয়েছিল নর্থ-ইস্টও। কিন্তু মোহনবাগানের জালে বল জড়ানো যায়নি সঠিক সময়ে।
ম্যাচের ৮১ মিনিটে ইভান্স হেডে গোল করে নর্থ ইস্টকে সমতা ফেরান। কিন্তু এই গোল ধরে রাখতে পারেনি। গোল হজম করার পরেই জ্বলে ওঠে বাগানের ফুটবলাররা। ৮৯ মিনিটে শুভাশিস জয় সূচক গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন।