নরহরির জোড়া গোলেও দিল্লির কাছে আটকে গেল বাংলা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১১ ফেব্রুয়ারি : সন্তোষ ট্রফির মূলপর্বের লড়াইয়ের প্রথম ম‍্যাচেই আটকে গেল বাংলা। আজ,ভুবনেশ্বরে দিল্লির কাছে ২-২ গোলে ম‍্যাচ ড্র করল বাংলা।

এদিন ম‍্যাচের ৯ মিনিটের মাথায় ভান্ডারি গোল করে দিল্লিকে ১-০ গোলে এগিয়ে দেন। ৩০ মিনিটে গোল করে বাংলাকে সমতায়(১-১) ফেরান অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। ৬১ মিনিটে নরহরি ফের গোল করে বাংলাকে (২-১) গোলে এগিয়ে দেন। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি বাঙালি ব্রিগেড। ৭১ মিনিটে দিল্লির গ‍ৌরব রাওয়াত গোল করে ২-২ করে দেন।

প্রথম ম‍্যাচে দিল্লির কাছে আটকে যাওয়ায় বাংলা শিবিরে চাপ তৈরি হল। এমনিতেই এই গ্রুপকে ‘ডেথ অফ গ্রুপ’ বলা হচ্ছে। এই গ্রুপেই আছে সার্ভিসেস, রেল, মনিপুরের মতো শক্তিশালী দল। ফলে দিল্লির কাছে পয়েন্ট নষ্ট করাটা বাংলার বড় ক্ষতি। আগামী সোমবার সকাল ৯ টায় বাংলা দ্বিতীয় ম‍্যাচ খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ শক্তিশালী সার্ভিসেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here