ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মন ভাল নেই অ্যাথলিট হিমশ্রী রায়ের। রবিবার রাজ্য অ্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে প্রত্যাশিত ভাবেই সোনা জিতলেন। নিজের রেকর্ডও ভাঙলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম মল্লিকপাড়ার মেয়ে হিমশ্রী। তিনি ১১.৩ সেকেন্ড সময় করে ১০০ মিটার দৌড়ে (মহিলা বিভাগে) নতুন রেকর্ড করলেন। ২০১৮ সালে হিমশ্রী এই ইভেন্টেই সময় করেছিলেন ১১.৬ সেকেন্ড। নিজের রেকর্ড নিজে ভেঙেও মন ভাল নেই ইস্টার্ন রেলের হয়ে প্রতিনিধিত্ব করা হিমশ্রী।

তাঁর মন খারাপের কারণ হল, করোনার কারণে আসন্ন এশিয়ান গেমস স্থগিত হয়ে যাওয়া। হিমশ্রী বলছিলেন,”যখনই একটা লক্ষ্য নিয়ে এগোতে চাইছি ঠিক তখনই কিছু অঘটন ঘটছে। ২০২১ অলিম্পিকের জন্য একটা ট্রায়াল হওয়ার কথা ছিল। তার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেই ট্রায়াল বাতিল হল। আবার এবারের এশিয়ান গেমসের জন্য তৈরি হচ্ছিলাম সেটাও স্থগিত হয়ে গেল। গত দুটি বছর আমার নষ্ট হয়ে গেল। এরপরও মন ভাল থাকে?” তিনি এখন কমনওয়েলথ গেমসকে পাখির চোখ করেছেন। বলছিলেন হিমশ্রী। তিনি ছাড়াও পুরুষ বিভাগের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মোহনবাগানের সফিকুল মন্ডল। তিনি ১০.৫ সেকেন্ড সময় করে সোনা জিতলেন।

দুই বছর পর বাংলায় অ্যাথলেটিক্স মিট হল। ৩৮টি দলের মোট ৭৪৩ জন অ্যাথলিট এই মিটে অংশ নিয়েছিল। এবার রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা রাজ্য ভিটকে তিনটি জায়গায় ভাগ করে দিয়েছে। অনূর্ধ্ব-১৪ বিভাগ আগেই হয়েছে চন্দন নগরে। কলকাতার সাইতে হল পুরুষ -মহিলা ও অনূর্ধ্ব -২০.২৩ বিভাগের মিট। আর চলতি মাসের শেষে কোচবিহারে হবে অনূর্ধ্ব-১৬ ও ১৮ বিভাগের মিট।

রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা জানাচ্ছে, এবারের রাজ্য মিটে হিমশ্রী রায় ছাড়া আরও ৬টি নতুন রেকর্ড হয়েছে। এঁরা হলেন, উত্তর ২৪পরগনার সুমিত মন্ডল (পুরুষ, অনূর্ধ্ব-২০ বিভাগ/২০০ মিটার)▪ শ্যামা মন্ডল ((মহিলা, অনূর্ধ্ব-২০/২০০ মিটার দৌড়) ▪ করণ বাগ (( পুরুষ, অনূর্ধ্ব-২০ ৪০০ মিটার হার্ডলস)▪ করুণাময় মাহাতো (পুরুষ,৪০০ মিটার দৌড়) ▪শ্যামা মন্ডল (মহিলা ৪০০ মিটার দৌড়) ▪আসরাফ আলি (( পুরুষ, অনূর্ধ্ব-২০ হাইজাম্প)।

রবিবার রাজ্য মিটে দলগত ভাবে প্রথম হয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মোহনবাগান ও উত্তর ২৪ পরগনা। রাজ্যমিটের শেষদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।