নতুন চমকে শুক্রবার শুরু আইএসএল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,গোয়া : সপ্তম আইএসএল শুরু হচ্ছে শুক্রবার (২০ নভেম্বর )। আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার। করোনাকালে ফুটবল। এবারের আইএসএলে নতুন চমক একাধিক। কি কি প্রথম ঘটবে এবারের আইএসএল?


১) যতটা সম্ভব সবাইকে নিরাপদ রাখার চেষ্টায় কিছু নিয়মের বদল ঘটানো হয়েছে। দুটো দলের ফুটবলাররা পাশাপাশি একসঙ্গে মাঠে নামবে না। আগে মাঠে নামবে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। পরে মাঠে প্রবেশ করবেন কেরালার ফুটবলাররা। তারও পরে রেফারিরা মাঠে প্রবেশ করবেন।

২) রেফারি বল নিয়ে মাঠে ঠুকবেন না। দুই দলের ফুটবলাররা মাঠে ঢুকে গেলে রেফারি, সহকারী রেফারিদের নিয়ে মাঠে প্রবেশ করবেন ম্যাচ কমিশনার। তারপর একটি রিমোট চালিত ছোট গাড়িতে করে ম্যাচ শুরুর আগে রেফারির হাতে বল তুলে দেওয়া হবে।

৩) প্রথম একাদশের বাইরে রিজার্ভ বেঞ্চে যে সমস্ত ফুটবলার, কোচিং স্টাফ, ফিজিও, চিকিৎসক থাকবেন তাঁদের প্রত্যেককে মুখে মাস্ক পড়তে হবে। কিন্তু কোচের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে। ডাগ আউটে টিমের মালিক বা উচ্চপদস্থ কর্তাদের কেউ বসতে পারবেন না। সর্বোচ্চ পাঁচজন কর্মকর্তা মাঠের ভিভিআইপি বক্সে থাকতে পারবেন। কিন্তু তাঁরা কোচ, ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।

৪) ম‍্যাচে তিনজনের বদলে পাঁচজন পরিবর্ত নামানোর সুযোগ পাবে দলগুলো। তিন বারে এই পাঁচটি পরিবর্তন করা যাবে। তবে বিরতির সময় দলে পরিবর্তন আনলে তা তিনবারের বাইরে রাখা হবে। ডাগ আউটে সাতজনের বদলে ন’জন ফুটবলার থাকতে পারবেন। নথিভুক্ত বাকি ফুটবলারদের হোটেলের ঘরে বসে ম্যাচ দেখতে হবে।ম্যাচের দুই অর্ধে এক মিনিট করে জলপানের বিরতি রাখা হয়েছে।

৫) করোনা আবহে মাঠ দর্শকশূন্য রাখতে হবে। কিন্তু সমর্থকরাও তাঁদের প্রিয় দলের জন্য গলা ফাটানোর সুযোগ পাচ্ছেন। মাঠের দুই ধারে কর্নার ফ্ল্যাগের কাছে এলইডি স্ক্রিনে ‘ফ্যান ওয়াল’ থাকছে। যেখানে সমর্থকরা তাঁদের প্রিয় দলের সমর্থনে চিৎকার করতে পারবেন। প্রিয় দলকে উজ্জীবিত করতে পারবেন। তারজন্য বিভিন্ন দলের সমর্থকদের রেজিস্ট্রেশন করাতে হচ্ছে।

৬) ভারত ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ইওরোপ, সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, এশিয়া প‍্যাসিফেকে আইএসএলের খেলা দেখা যাবে।

৭) স্টার স্পোর্টস বিভিন্ন রিজিওনাল ও ন‍্যাশনাল মিলিয়ে ১৭ টি চ‍্যানেলে এবারের আইএসএলের ম‍্যাচ সম্প্রচার করবে।

সব মিলিয়ে এবারের আইএসএলে অন‍্য স্বাদ। এদিকে, উদ্বোধনী ম‍্যাচে নামার আগে এটিকে মোহনবাগান কোচ হাবাস জানিয়েছেন, তাঁর দল তিন পয়েন্টের জন‍্যই মাঠে নামবে। তাঁর কথায়,”এবারের পরিস্থিতি পুরোটাই আলাদা। দীর্ঘদিন ধরে পরিবার ছেড়ে আছে ফুটবলাররা। মানসিক চাপ একটা থাকে। তার উপর দর্শকশূন‍্য মাঠে খেলা। যদিও এটা সব দলের ক্ষেত্রেই এক। সব বাধা, চাপ দুর করতে হবে ভাল ফুটবল খেলে।”
গত বছর হাবাসের গোল ভেসিন ছিল রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস। এবারও তাঁরা আছে। সঙ্গে যোগ হয়েছে গতবারে কেরল ব্লাস্টারের হয়ে খেলা সন্দেশ। যিনি এই মুহূর্তে ভারতের এক নম্বর ডিফেন্ডার। ” আমার দলে অনেক ভাল ফুটবলার আছে। সবাইকেই রোটেশনে খেলাবো। কৃষ্ণা, ডেভিড গোল গেটার। কিন্তু আমার কাছে দলের সব ফুটবলার সমান।” বলেছেন কোচ হাবাস।
অন‍্যদিকে, চাপ নিয়েই মাঠে নামবে কিবু ভিকুনার কেরল। এই কেরল দলে অধিকাংশই নতুন মুখ। দলও সেভাবে গুছিয়ে করতে পারেনি। তবে কেরল, প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা রাখে। আমরা নিজেদের খেলা খেলব। বলেছেন কিবু। গতবারের আই লিগে মোহনবাগানকে চ‍্যাম্পিয়ন করিয়েছেন। তার ফুটবলে দৃষ্টি নন্দন বলে ব‍্যাপার থাকে। ভাল ফুটবল দেখার জন‍্য কিবুর উপর প্রত‍্যাশা আছে ফুটবল প্রেমিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here