নতুন উদ‍্যোগে ওপরে ওঠার লক্ষ‍্যে সোনারপুর YMSA

0

◆জার্সি উন্মোচন অনুষ্ঠানে অমিত ভদ্র, অনির্বান দত্ত,সুব্রত দত্ত এবং অমিত গাঙ্গুলি। সোমবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নতুন স্পনসর, নতুন ডিজাইনের জার্সি, নতুন উদ‍্যোগ, প্রতিভা খুঁজে নতুন করে স্বপ্ন দেখা। আর এই স্বপ্ন, উদ‍্যোগ নিয়েই আরও ওপরে ওঠার লক্ষ‍্য নিয়ে নতুন করে পথ চলা শুরু করল কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের সোনারপুর YMSA ক্লাব। আজ, সোমবার বিকলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে, আইএফএ সচিব অনির্বান দত্ত ও চেয়ারম্যান সুব্রত দত্তকে সামনে রেখে নতুন স্পনসরের নাম ঘোষণা সঙ্গে নতুন মরসুমের জার্সি উন্মোচন করলেন সোনারপুর YMSA কর্তারা।

অমিত ভদ্রর সঙ্গে অনির্বান দত্ত।

এমন অনুষ্ঠান দেখে অবাক হয়েছেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। “আমি অবাক হয়েছি যে, একটা তৃতীয় ডিভিশনের ক্লাব অনুষ্ঠান করে জার্সি উন্মোচন করছে। ক্লাবে স্পনসর এসেছে। আর এই অনুষ্ঠানে হাজির হয়েছে অনেক সিনিয়র ক্রীড়া সাংবাদিকরাও। এটাই তো সোনারপুর YMSA এর বড় খবর। সত‍্যি বলছি, অতীতে কোনও তৃতীয় ডিভিশন ক্লাব এই ধরনের অনুষ্ঠান করেছে বলে আমার মনে পড়ে না। আমি মুগ্ধ। ধন‍্যবাদ জানাতে চাই গাঙ্গুলি গ্রুপ ও মেঘবেলাকে। তারা যেভাবে তৃতীয় ডিভিশন ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছেন তা সত‍্যিই প্রশংসনীয়।” বক্তব‍্য রাখতে গিয়ে কথা গুলি বলছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত।

আইএফএ সচিব অনির্বান দত্ত বলছিলেন,”সোনারপুর YMSA ফুটবলের প্রসারের জন‍্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কর্তাদের আন্তরিক প্রচেষ্টা আছে। অমিত ভদ্র, প্রতাপ ঘোষের মতো দেশের খ‍্যাতনামা ফুটবলাররা জেলার ফুটবল প্রতিভা তুলে আনার জন‍্য কাজ করে চলেছেন। ভাবা যায় না। সংবাদমাধ‍্যমে দেখলাম এই ক্লাবের নার্সারি বিভাগে আকাশ প্রামানিক বলে এক ফুটবলার আছে যে প্রতিটি ম‍্যাচে হ‍্যাটট্রিক করছে। সোনারপুর YMSA এর এই উদ‍্যোগে আমরা সব রকম ভাবে পাশে থাকবো।”

এদিন, সোনারপুর YMSA ক্লাবের নতুন স্পনসরের নামও ঘোষণা হল। কলকাতার বিখ‍্যাত ‘গাঙ্গুলি গ্রুপ’ এবার চিকিৎসা বিভাগে পা ফেলেছে। সেই গ্রুপের কর্ণধার অমিত গাঙ্গুলি নিজের নতুন ‘ফোরসাইট ডায়গনস্টিক’ সোনারপুর YMSAএর সঙ্গে গাঁটছড়া বাঁধল। পাশাপাশি ভারতের প্রাক্তন ফুটবলার এবং এই ক্লাবের চেয়ারম্যান অমিত ভদ্র, স্পনসর হিসেবে ‘মেঘবেলা ব্রডব‍্যান্ড’ কে যুক্ত করতে পেরেছেন। এই ‘মেঘবেলা’-র কর্ণধার তপব্রত মুখার্জি ক্রীড়াপ্রেমী মানুষ। বাংলার ফুটবলের প্রসারে এবার ময়দানে সামিল হলেন ‘মেঘবেলা’ র কর্ণধার তপব্রতবাবু।

প্রসঙ্গত উল্লেখ্য, ইয়ং মেনস স্পোর্টিং অ‍্যাসোসিয়েশন(YMSA) ক্লাবটি আগে ছিল ফুটবল প্রশাসক রবি কর্মকারের। ৭ বছর আগে এই ক্লাবের ঠিকানা ছিল কলকাতায়। খেলতো দ্বিতীয় ডিভিশনে। ২০১৭ সালে রবি কর্মকারের থেকে হাত বদল হওয়ার পর ক্লাবটির পুরো দায়িত্ব নিয়েছেন সোনারপুরের প্রাক্তন ফুটবলার শঙ্কর বসু। ক্লাবটি নেওয়ার পর আগে ‘সোনারপুর’ শব্দটি ব‍্যবহার করা শুরু হয়। শঙ্কর বসু যখন (২০১৭) ক্লাবটি নিলেন তখন লিগ শুরুর মুখে। ভাল দল গড়তে না পারার জন‍্য তৃতীয় ডিভিশনে নেমে যায়। পরের বছর টাকা নেই অথচ দল গড়তে হবে। ঠিক সেই সময় কালিকাপুরের বাসিন্দা জ‍্যোতির্ময় পাবলিক স্কুলের কর্ণধার পার্থসারথী গাঙ্গুলি এগিয়ে আসেন। দল গড়ার জন‍্য বড় অংশের খরচ পার্থবাবুই দিয়েছিলেন। সেই তখন থেকেই পার্থবাবু এই ক্লাবের সভাপতি।

তবে এখন উদোগী ব‍্যবসায়ী দেবাশিস মন্ডল ক্লাবের ফুটবল সচিব হওয়ার পর থেকে YMSA এর গতি অনেকটাই বেড়েছে। তবে ক্রীড়ামনস্ক ব‍্যক্তিত্বদের যোগাযোগ করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সচিব শঙ্কর বসু। তিনি বলছিলেন,”ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়াটায় মূল লক্ষ‍্য। তার জন‍্য অনেকের সাহায‍্য পাচ্ছি। আমরা ধাপে ধাপে এগোতে চাই। আপাতত লক্ষ‍্য দ্বিতীয় ডিভিশনে ওঠা।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন, প্রশান্ত চক্রবর্তী, আইএফএ-এর সহসচিব রাকেশ ঝাঁ (মুন), নজরুল ইসলাম, সুফল গিরি এবং কলকাতা ময়দানের একাধিক কর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here