নতুন উদ‍্যোগে আন্তঃজেলা ফুটবল শুরু করছে আইএফএ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ ডিসেম্বর : বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে জেলার ফুটবলকে অগ্রাধিকার দিতেই হবে। সেটা মাথায় রেখেই এবার আইএফএ নতুন উদ‍্যোমে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চলেছে আইএফএ। আগামী ১৬ ডিসেম্বর থেকে ৮২তম সিনিয়র জেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।

মোট ২২ টি জেলা নিয়ে জয়ন্ত চ‍্যাটার্জি মেমোরিয়াল আন্তঃজেলা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। সোমবার নিউটাউনের এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ঘোষণা করল আইএফএ। মূলত নদীয়া জেলার কৃষ্ণনগর ও চাকদায় এই টুর্নামেন্টের ম‍্যাচ গুলি হবে। তবে তেহট্টর নবনির্মিত স্টেডিয়ামে আগামী ১৯ ডিসেম্বর একটি ম‍্যাচ হবে।

প্রয়াত জয়ন্ত চ‍্যাটার্জির পুত্র আলাপন চ‍্যাটার্জিকে সম্মান জানাচ্ছেন আইএফএ চেয়ারম‍্যান সুব্রত দত্ত।

এদিন, আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন,”বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে জেলার ফুটবলকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা জেলার ফুটবলকে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছি। জেলার এই টুর্নামেন্টের প্রসার ও প্রচারের প্রয়োজন। আপাতত আমরা আটটা ম‍্যাচ সম্প্রচারের ব‍্যবস্থা করেছি। ‘প‍্যারালাল স্পোর্টস’ -এ এই আটটি ম‍্যাচ দেখা যাবে।”
আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত বলেন,”জেলার ফুটবলটাই হল বাংলার ফুটবলের সাপ্লাই লাইন। জয়দীপ ভাল উদ‍্যোগ নিয়েছে। আইএফএ জেলার ফুটবল নিয়ে ভাবছে। এবার থেকে জেলায় লিগ না হলে কলকাতার কোনও ক্লাবে বা কোনও স্বীকূত টুর্নামেন্টে খেলতে পারবে না। আমি তো বলবো,জেলাতেও বয়স ভিত্তিক লিগ হোক।” ওয়েষ্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি ও ভারতের প্রাক্তন ফুটবলার তনুময় বসু বলেন,”বিশ্বনাথ দত্ত,প্রদ‍্যোৎ দত্ত,রঞ্জিত গুপ্ত ও সুব্রত দত্ত সচিব থাকার সময় জেলা ফুটবল নিয়ে অনেক কাজ হয়েছিল। কিন্তু উৎপল গাঙ্গুলির সময় জেলা ফুটবল ব্রাত‍্য ছিল। এবার জয়দীপ নতুন করে জেলার ফুটবল শুরু করছে।”

উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়ার মুহূর্ত

এদিন,বেশ কিছু জেলা ক্রীড়া সংস্থার সচিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইএফএ তাঁদের সংবর্ধনাও দেন। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাস ‘ইনসাইড স্পোর্টস’-কে বলছিলেন,”অভিনব উদ‍্যোগ নিয়েছেন আইএফএ সচিব। যে কোনও টুর্নামেন্টকে সফল করতে হলে তার মার্কেটিং করতে হয়,জয়দীপ মুখার্জি সেই মার্কেটিংটা করছেন। আশাকরি এই জেলা টুর্নামেন্ট সফল হবে।”

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্তকে সংবর্ধনা জানাচ্ছেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত

প্রসঙ্গত উল্লেখ্য, জেলার দক্ষ ক্রীড়া প্রশাসক প্রয়াত জয়ন্ত চ‍্যাটার্জির নামেই এই আন্তঃজেলা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। বাংলার ক্রীড়া জগতে যাকে সবাই ‘কাচ্চুদা’ নামেই সবাই জানত। তিনি নদীয়া জেলা ক্রীড়া সংস্থার সচিব ও আইএফএ-এর সহ সচিব ছিলেন।

এদিন অনুষ্ঠানে শিল্ডে অংশ নেওয়া ১২টি ক্লাবের কোচ/কর্তাদের স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি তনুময় বসু প্রমুখ। প্রসঙ্গত এই টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা ও রানার্স দলকে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here