নজির গড়ে আইএফএ-র নতুন সচিব অনির্বান দত্ত

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দীর্ঘ ১৫ বছর পর দত্ত পরিবারের কেউ আইএফএ-এর সচিব পদে বসলেন। সোমবার বিকেলে আইএফএ-র প্রথম গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে নতুন সচিব হলেন। শুরুতেই একটি নজির গড়ে সচিব পদে বসলেন। তিনিই প্রথম ব‍্যক্তি যে, আইএফএ-এর কোষাধ‍্যক্ষ পদে বসার ৫৫ দিন পর সচিব পদে বসলেন অনির্বান। একই সঙ্গে মাত্র ৪৩ বছর বয়সে সচিব হলেন। তবে আইএফএ-এর ইতিহাসে অনির্বান কনিষ্ঠতম সচিব নয়। কনিষ্ঠতম সচিব হলেন বিশ্বনাথ দত্ত। তিনি ৩৭ বছর বয়সে আইএফএ-এর সচিব হয়েছিলেন।

প্রয়াত প্রদ‍্যোৎ দত্ত ছিলেন রাজ‍্য ফুটবলের কিংবদন্তি প্রশাসক। তিনি স্কুটিনাইজার, কোষাধ‍্যক্ষ হওয়ার পর সচিব হয়েছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পযর্ন্ত সফল সচিব ছিলেন। সেই প্রদ‍্যোৎ দত্তর পুত্র হলেন অনির্বান।

প্রয়াত বাবা প্রদ‍্যোৎ দত্তকে শ্রদ্ধা

এদিন, সচিব হওয়ার পর অনির্বান দত্ত সাংবাদিকদের বলেন,”এই মুহূর্তে আমার প্রথম লক্ষ‍্য দ্রুত কলকাতা ফুটবল লিগ শুরু করা।
খুব শীঘ্রই ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরেই লিগ শুরু করে দেব। সময় কম,তবু বলছি সুষ্ঠুভাবেই লিগ শুরু করে শেষ করব।”

নতুন কোষাধ‍্যক্ষ দেবাশিস সরকার

এদিন সচিব ছাড়াও সভাপতি ও চেয়ারম‍্যান পদে পূননির্বাচিত হলেন অজিত ব‍্যানার্জি ও সুব্রত দত্ত। নতুন কোষাধ‍্যক্ষ পদে এলেন দেবাশিস সরকার। তিনি প্রাক্তন ব‍্যাঙ্ক ম‍্যানেজার। একটা সময় আইএফএ-এর সহ সভাপতিও ছিলেন।

নতুন সহ-সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি

এছাড়াও নতুন করে তিন জনকে সহসভাপতিও বেছে নেওয়া হল। এবার জেলা থেকে একজন সহসভাপতি করা হল। মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব বিশ্বজিৎ ভাদুড়ি সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্ভবত এই প্রথম মুর্শিদাবাদ থেকে কেউ আইএফএ-এর সহ-সভাপতি হলেন। জেলায় সৎ ক্রীড়া প্রশাসক হিসেবে পরিচিত বিশ্বজিৎ বাবু।

চেয়ারম‍্যান ও সচিবের সঙ্গে সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস

অপর দুই সহ-সভাপতি পদে এলেন স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল (সাদার্ন সমিতি)। স্বরূপ বিশ্বাস সুরুচি সংঘ থেকে এলেন। স্বরূপ আবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here