দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গেল জ‍্যোতির্ময়ী ও সাদার্ন এসি

0

◆দ্বিতীয় ডিভিশনে ওঠার পর জ‍্যোতির্ময়ী এসি। শুক্রবার ওয়াইএমসিএ মাঠে◆

ইনসাইড স্পোটর্সের প্রতিবেদন : গতকাল (শুক্রবার) তৃতীয় ডিভিশনের ‘এ’গ্রুপ থেকে দ্বিতীয় ডিভিশনে ওঠা নিশ্চিত করেছে সোনারপুর YMSA ক্লাব। ওই গ্রুপে দ্বিতীয় দল হিসেবে ওপরে ওঠার দিকে পা বাড়িয়েই আছে ভিক্টোরিয়া স্পোর্টি। আর আজ, এই তৃতীয় ডিভিশনের ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গেল জ‍্যোতির্ময়ী অ‍্যাথলেটিক ক্লাব ও সাদার্ন অ‍্যাথলেটিক ক্লাব। একই দিনে অবনমন থেকে বেঁচে গেল মানিকতলা বালি দেশবন্ধু ক্লাব।

বালি প্রতিভার সঙ্গে ম‍্যাচ ড্র করার পর সাদার্ন এসি দল। শুক্রবার টাউন মাঠে

শনিবার তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে ওঠার তিনটি গুরুত্বপূর্ণ ম‍্যাচ ছিল। টাউন মাঠে বালি প্রতিভার সঙ্গে গোলশূন‍্য ড্র করে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ডিভিশনে ওঠা নিশ্চিত করল সাদার্ন এসি। একই দিনে ওয়াইএমসিএ মাঠে মানিকতলা বালি দেশবন্ধু ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গেল আইএফএ-এর প্রাক্তন সহসভাপতি পার্থ সারথী গাঙ্গুলির ক্লাব জ‍্যোতির্ময়ী এসি।

ট‍্যাংড়া আজ বাটার কাছে ১-৩ গোলে হেরে ১৩ পয়েন্টে আটকে থাকল। বাটার ১৩ পয়েন্ট হলেও ট‍্যাংড়ার মতোই ওপরে ওঠার কোনও সুযোগ রইল না। বালি প্রতিভা ও গ্রিয়ারেরও ১৩ পয়েন্ট। শেষ ম‍্যাচে এই দল গুলি জিতলেও ওপরে ওঠার সুযোগ থাকছে না।
তবে অবনমনের ভ্রুকুটি ছিল রবীন ঘোষের দল মানিকতলা বালি দেশবন্ধু ক্লাবের (১০ পয়েন্ট)। আজ তারা জ‍্যোতির্ময়ীর কাছে হেরেও অবনমন থেকে বেঁচে গেল। কারণ শুক্রবার তালতলা মাঠে কুমারটুলির কাছে ২-১ গোলে হেরে গিয়েছে কালীঘাট ক্লাব।

‘বি’ গ্রুপ তালিকায় শেষ দুটি দল হল কুমারটুলি ও কালীঘাট। কুমারটুলি ৯ ম‍্যাচ খেলে ৪ পয়েন্টে দাঁড়িয়ে। শেষ ম‍্যাচ জিতলেও অবনমনের ম‍্যাচ খেলতে হবে তাদের। কালীঘাট আজ শেষ ম‍্যাচ খেলে ৮ পয়েন্টে শেষ করল। অর্থাৎ এক ম‍্যাচ বাকি থাকতেই অবনমনের লড়াই থেকে খুব জোর বেঁচে গেল মানিকতলা বালি দেশবন্ধু ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here