ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দলের সাফল্যে খুশি তো হয়েই ছিলেন, কিন্তু সেই খুশিটা আরও বাড়িয়ে দিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কর্তকর্তারা। দীর্ঘ এক যুগ পরে কলকাতা লিগের তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গিয়েছে শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া। বাকি আছে চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। দুটি জিতলেই চ্যাম্পিয়ন শিরোপা জুটবে। তার আগে মেয়ো রোডের মুখে নিজেদের ক্লাব তাঁবুতে ফুটবলারদের পুরস্কৃত করলেন ভিক্টোরিয়ার কর্তারা।
আজ,শনিবার ৩০ সেপ্টেম্বর। পয়লা অক্টোবর থেকে ১৫ অক্টোবর পযর্ন্ত ময়দান বন্ধ। তার আগেই ফুটবলারদের নিয়ে আড্ডা,খাওয়া দাওয়া সঙ্গে ৩৬ জন ফুটবলারদের দেওয়া হল ট্র্যাক শ্যুট।
বৃষ্টি মাথায় করে এমন একটা সুন্দর অনুষ্ঠানে এসেছিলেন সকল ফুটবলার সহ ক্লাবের প্রবীণ কর্তারাও। ছিলেন ক্লাব সচিব মইনুদ্দিন মুকসুদ। তিনি বেশির ভাগ সময় বিদেশে থাকছেন। ফুটবলারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মইনুদ্দিন ঘোষণা করলেন,”দীর্ঘ এক যুগ পর তোমরাই ক্লাবকে দ্বিতীয় ডিভিশনে তুলেছো। এর জন্য কোনও প্রশংসায় যথেষ্ট নয়। একটা সময় আমাদের জোর করে তৃতীয় ডিভিশনে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার আমাদের সামনে দুটি লক্ষ্য। প্রথমত, আর দুটি ম্যাচ আছে। দুটি জিতলেই চ্যাম্পিয়ন হব। সেটা করে দেখাও। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি চ্যাম্পিয়ন হতে পারো তাহলে যে আর্থিক পুরস্কার তোমাদের দেব সেটা কলকাতার প্রথম ডিভিশনের কোনও ক্লাব এই আর্থিক পুরস্কার এখনও পযর্ন্ত দেয়নি। দ্বিতীয়ত, সামনের বছর আমাদের প্রথম ডিভিশনে উঠতেই হবে।”
কোচ শোভন দাসের গলায় এক সুর। তিনিও ফুটবলারদের বলেন, “অনেক লড়াই করে তোমরা দলকে দ্বিতীয় ডিভিশনে তুলেছো। এবার চ্যাম্পিয়ন করে দেখাও।” সেই সঙ্গে তিনি ক্লাব কর্তাদের ধন্যবাদ জানিয়ে কোচ বলেন,”ভিক্টোরিয়া কর্তারা আমার উপর ভরসা করে দ্বিতীয় বছরও আমাকে কোচ করেছেন। সেই ভরসাটা রাখতে পেরেছি। কিন্তু আমার উপর ভরসা রাখার জন্য কর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।”
ভিক্টোরিয়া দলের ফুটবলাররাও চ্যাম্পিয়ন হতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী ৫ অক্টোবর সার্দান এসির সঙ্গে ম্যাচটা আপাতত জিতে ফাইনালে উঠতে চায়ছে ফুটবলাররা। তাঁরা ধাপে ধাপে হার্ডল টপকাতে চায়ছে।