ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: ডার্বি ম্যাচেই বোঝা গিয়েছিল, আইএসএলে ভাল কিছু করতে হলে রক্ষণভাগ আগে মজবুত করতে হবে ইস্টবেঙ্গল কোচ ফাউলারকে। মঙ্গলবার সেটা আর একবার প্রমাণ হল।
ডার্বি ম্যাচের পরে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফের হার এসসি ইস্টবেঙ্গলের। রবি ফাউলারের দলকে হারতে হল ০-৩ গোলে।জোড়া গোল করেন অ্যাডাম লি ফন্ড্র। খেলা শুরুর চার মিনিটের মাথায় চোট পেয়ে দলের ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স মাঠ থেকে বেরিয়ে যান। চাপে পড়ে যায় দল। কোচ রবি ফাওলার ইতিমধ্যে বলেছেন প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি শক্তির বিচারে অন্যতম। তাই ম্যাচটি কঠিন হতে চলেছে।
লাল হলুদ হেডস্যারের পর্যবেক্ষণ যে সঠিক তা প্রমাণিত। হুগো বোওমাস,অ্যাডাম লি ফন্ড্রের মত ফুটবলারের আক্রমনভাগে উপস্থিতির পাশে মাঝমাঠে রওলিন বর্জেস,বিপিন সিং,মন্দার রাও দেশাই লাল হলুদ রক্ষণকে কোণঠাসা করে ফেলেছিল। রক্ষণ সামলে দ্রুত গতির প্রতি আক্রমণে জয়ের অঙ্ক কষার কৌশল নিয়েছেন চলতি আইএসএলের কোচেরা। সেখানে ড্যানি ফক্সের চোট পেয়ে বেরিয়ে যাওয়া এবং পুরো দলের প্রস্তুতির অভাব ইস্টবেঙ্গলের সমস্যা জটিল করে তুলেছে। এই অবস্থায় রাওলিন বর্জেসের লম্বা পাস ধরে বোওমাসের কার্যত বিনা বাধায় এগিয়ে গিয়ে ফন্ড্রের জন্য গোলের বল সাজিয়ে দেওয়া ইস্টবেঙ্গলের অসহায় অবস্থাকে সামনে নিয়ে এসেছে। ফলে মুম্বই সহজেই এগিয়ে যায় ১-০ গোলে। তার আগে দেবজিৎ মজুমদার একাধিক গোল সেভ করেছেন। পাশাপাশি মহম্মদ রফিকের দূরপাল্লার শট কিংবা মাঘোমার মাটি ঘেসা প্লেসিং ব্যর্থ আশা ছাড়া আর কিছুই নয়। বিরতির প্রথম পাচ মিনিটের মধ্যে আবার গোল করে এগিয়ে যায় মুম্বই। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল মুম্বই সিটির। গোলদাতা ফের ফন্ড্রে। দশ মিনিট পড়ে ফের এগিয়ে যায় মুম্বই। এবার দুরন্ত সেটপিসের বুদ্ধিদীপ্ত বাস্তবায়ন। যার নাগাল লাল হলুদ রক্ষণের কাছে ছিল না। গোলদাতা হারনান সানটানা।
রক্ষণে অ্যান্টনি ফক্সের অনুপস্থিতি পূরন করার লোক নেই। আক্রমণভাগে বলবন্ত সিংয়ের উপস্থিতি জার্সি নম্বর দেখে বুঝতে হয়। এই বলবন্তের বল কন্ট্রোলেরই ক্ষমতা নেই। পরিবর্ত হিসেবে মাঠে নেমে জেজে বলের যোগানের অভাবে ভুগলেন।তাই চোট সারিয়ে মাঠে নেমে তিনি আশা জাগাতে পারবেন কি না তা বোঝা গেল না।
মাঝ মাঠে পিলকিংটন এবং মাঘোমা এবং মহম্মদ রফিক ছাড়া বাকিরা স্কিল এবং শারীরিকভাবে পিছিয়ে।
শতবর্ষের ইস্টবেঙ্গল নানান বিতর্কর মধ্যে দিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে আইএসএলে সুযোগ পেয়েছে। সবার শেষে দল গড়েছে। প্রিকন্ডিশনিং ক্যাম্প হয়নি। ম্যাচ খেলেই টিমকে সেট করতে হবে। পরপর দুই ম্যাচে হার মানেই সব শেষ নয়। এখনও অনেক সময় আছে। কোচ ও দলকে সময় দিলে ইস্টবেঙ্গলে মশাল জ্বলবে।