দুরন্ত সামির ৫ উইকেট, ১৯৭ রানে শেষ দঃআফ্রিকা

0

সংক্ষিপ্ত স্কোর
ভারত (প্রথম ইনিংস ) – ৩২৭/১০
দঃআফ্রিকা (প্রথম ইনিংস ) – ১৯৭/১০
ভারত (দ্বিতীয় ইনিংস ) – ১৬/১
তৃতীয় দিনের শেষে ভারত ১৪৬ রানে এগিয়ে

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৮ ডিসেম্বর : বল হাতে আগুন ঝড়ালেন মহম্মদ সামি। মূলত তাঁর দুরন্ত বোলিংয় সামলাতে না পেরে ১৯৭ রানেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল দঃআফ্রিকার।

মঙ্গলবার সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে শামির ঝোড়ো বোলিংয়ের সামনে পড়ে মাত্র ৬২.৩ ওভারে মাত্র ১৯৭ রানেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। মাত্র ৪৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন সামি। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটেরও মালিক হয়ে গেলেন মহম্মদ সামি।

এদিন শুরু থেকেই ডিন এলগাররা ভারতীয় বোলারদের সামনে ছন্দে ছিলেন না। মাত্র ৩২ রানে ৪ উইকেট হারিয়ে আরও কোনঠাসা হয়ে যায় দঃআফ্রিকা। প্রথম ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি। লড়াই করে গিয়েছেন টেম্বা বাভুমা (৫২) ও কুইন্টন ডি’কক (৩৪)। বুমরা, সার্দুল দুটি করে এবং সিরাজ একটি উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছে। কে এল রাহুল ৫ ও সার্দুল ৪ রানে অপরাজিত আছেন। ৪ রানে আউট হয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। ১৪৬ রানে এগিয়ে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here