ভারত: ৪১৬-১০ ও ২৪৫/১০
ইংল্যান্ড: ২৮৪/১০ ও ৩৭৮/৩
৭ উইকেটে জয়ী ইংল্যান্ড
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এজবাস্টন টেস্টের প্রথম তিন দিন দেখে মনে হচ্ছিল ভারতের সামনে জয় যেন সময়ের অপেক্ষা। কিন্তু ভারতের দুর্বল বোলিং আর ফিল্ডিং যেমন একটা হারের কারণ,পাশাপাশি রুট ও বেয়ারস্টোর দুরন্ত শতরানও ইংল্যান্ডকে জয় এনে দিয়েছৃ।
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৮ রান। চতুর্থ দিনে ভারতীয়রা তিনটি উইকেট তুলে নিলেও পঞ্চম দিন অতি জঘন্য বল করলেন। বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনলেন রুট ও বেয়ারস্টো। ইংল্যান্ডের এই দুই ব্যাটার দুটি ঝকঝকে শতরান করলেন। রুট ১৪২ রান এবং বেয়ারস্টো ১১৪ রানে অপরাজিত থাকেন। এত বড় রান তাড়া করে এটাই টেস্টে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। তারা জিতল সাত উইকেটৃ। এর আগে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৩৬২ রান তাড়া করে জয়ের নজির ছিল ইংল্যান্ডের ৷ অন্যদিকে চতুর্থ ইনিংসে সর্বাধিক ২৮৪ রান তাড়া করে জয়ের নজির ছিল এজবাস্টনে ৷ এদিন তা সবটাই টপকে দিল।
ভারতের এই টেস্ট ম্যাচের হারের ফলে বিশ্বকাপজয়ী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে স্বপ্নভঙ্গ হল ভারতের। ২-২ ড্র করেই শেষ হল কার্যত দু’বছর ধরে চলা এই টেস্ট সিরিজ।