◆ভারত – ১৭৯/২ (রহিত – ৫৩, সূর্য -৫১,বিরাট – ৬২)
◆নেদারল্যান্ডস – ১২৩/৯
◆ভারত ৫৬ রানে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফের দুরন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে অনায়াসে হারাল ভারত। পর পর দুই ম্যাচে জিতে গ্রুপ তালিকার শীর্ষে রইল ভারত।
এদিন সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থ হয়েছেন কে এল রাহুল। দলের ১১ রানের মাথায় নিজের ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় রাহুলকে। তবে অধিনায়ক রোহিত এদিন অর্ধ শতরান করেন। তিনি ৩৯ বলে ৫৩ রান করে আউট হন।
এদিন ফের নিজের ছন্দে ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি। তিনি যে ফর্মে ফিরেছেন তার ইঙ্গিত গত পাকিস্তান ম্যাচেই প্রমাণ দিয়েছেন। পাক দলের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলার পর বৃহস্পতিবার নেদারল্যান্ডের বিরুদ্ধেও দুরন্ত ইনিংস খেললেন কোহলি। ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংসে দুটি ছক্কা ও তিনটি চার আছে। রান পেয়েছেন সূর্য কুমার যাদব। তিনিও ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ভারত।
ভারতের ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল দুর্বল নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে নেদারল্যান্ডস। ভারত জিতল ৫৬ রানে। ম্যাচের সেরা হয়েছেন সূর্য কুমার যাদব।