দুরন্ত অশ্বিন-বুমরাহ, চালকের আসনে ভারত

0

ভারত (‌প্রথম ইনিংস):‌ ২৪৪/‌১০ (বিরাট ৭৪, স্টার্ক ৪/‌৫৩‌)‌
অস্ট্রেলিয়া (‌প্রথম ইনিংস)‌:‌ ১৯১/‌১০ (‌পেইন ৭৩‌, অশ্বিন ৪/‌৫৫)‌ ভারত (‌দ্বিতীয় ইনিংস):‌ ৬ ওভারে ৯/‌১ (‌মায়াঙ্ক ৫‌, কামিন্স ১/‌৬)‌
ভারত এগিয়ে ৬২ রানে।

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৮ ডিসেম্বর : চালকের আসনে ভারত। অ‍্যাডিলেড টেষ্টের দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ায় স্বস্তির হাওয়া। এদিন, ব‍্যাট করতে নেমে শুরুতেই অজি পেসারদের সামলাতে ব‍্যর্থ ভারতীয় লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানরা। মাত্র ১১ রানেই ৪ টি উইকেট হারায় ভারত। কিন্তু বল হাতে যখন ভারতীয় বোলাররা বোলিং করলেন তখন অজি বাহিনী আবার বিপাকে পড়ে যায়। দুরন্ত বোলিং করলেন বুমরা-উমেশ যাদব ও অশ্বিন। গতি ও ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৫৩ রানে লিড নিল ভারত ৷
ভারত প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়ে গেলেও অশ্বিন–বুমরাহর দাপটে ১৯১ রানে শেষ হয়ে গেল অজিদের প্রথম ইনিংস। ভারত লিড পায় ৫৩ রানের। যদিও একাধিক ক্যাচ মিস না করলে এবং অজি অধিনায়ক টিম পেইন প্রশংসনীয় ইনিংস না খেললে স্কোরটা অন‍্য রকম হতে পারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বীর উইকেট হারায় টিম ইন্ডিয়া।
তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ ওভার ব্যাট করার সুযোগ পান মায়াঙ্করা। আর এই ছয় ওভারে পৃথ্বীর উইকেটের পতন ঘটে। প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র চার রান। শেষপর্যন্ত দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের রান‌‌‌‌ ছিল ৯/‌১। ক্রিজে আছেন মায়াঙ্ক (৫)‌ এবং নাইট ওয়াচম্যান বুমরাহ (০)‌। দুই ইনিংস মিলিয়ে বিরাটরা এগিয়ে ৬২ রানে। আগামিকাল, শনিবার একটি ধৈর্য ধরে ব্যাট করতে পারলেই, এই ম্যাচ জেতার মতো জায়গায় পৌঁছে যেতে পারে ভারত। কিন্তু গতিময় উইকেটে অজি বোলারদের সামলাতে পারবেন তো ভারতীয় ব‍্যাটসম‍্যানরা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here