◆ঢাকা শহরে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে আইএফএ সচিব অনির্বান দত্ত◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ভারতের অন্যতম ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডকে স্বমহিমায় ফিরিয়ে আনার চেষ্টায় আইএফএ সচিব অনির্বান দত্ত। আর সেই চেষ্টাকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ গিয়ে সেই দেশের প্রথম শ্রেণির দু-দুটি ক্লাবকে শিল্ড খেলতে নিশ্চিত করলেন অনির্বান।
বাংলাদেশের এই মুহূর্তে সব দিক থেকে এগিয়ে থাকা বসুন্ধরা কিংস এবং প্রাচীন ক্লাব ঢাকা মহমেডান শিল্ড খেলতে সম্মতি দিয়েছেন। গত শনিবার দুপুরেই ঢাকা পৌঁছে গিয়েছিলেন আইএফএ সচিব। তারপরেই শিল্ড নিয়ে এই দুই ক্লাব কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে আইএফএ সচিব অনির্বান দত্ত। বসুন্ধরার কিংসের সভাপতি ইমরুল হাসান এবং ঢাকা মহমেডানের ডিরেক্টর আবু হাসান চৌধুরির সঙ্গে রবিবারও বৈঠক করেন। আইএফএ সচিবের প্রস্তাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে শিল্ডে অংশ নেওয়ার সম্মতি জানিয়ে দিয়েছেন বসুন্ধরা ও ঢাকা মহমেডান কর্তারা।
প্রসঙ্গত,গত মাসে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন ফুটবলার আসলাম। তিনি সেই সময় বলেছিলেন,”বাংলাদেশের ফুটবলে এখন রাজ করছে বসুন্ধরা কিংস। ফুটবল দল গড়ার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সব ক্লাবকে পিছনে ফেলে দিয়েছে। টানা চার বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে।” সেই দিক দিয়ে দেখতে গেলে আইএফএ সচিব বাংলাদেশের সেরা দলকেই শিল্ডে আনছেন।
এখনও পর্যন্ত ঠিক আছে,আগামী জানুয়ারি মাসে জাঁকজমক করে শিল্ড করতে মরিয়া আইএফএ। বাংলাদেশের আরও একটি ক্লাবকে শিল্ডে খেলানোর চেষ্টা করছেন অনির্বান। সোমবার বাংলাদেশ থেকে ফেরার কথা অনির্বান দত্তর।