দুই প্রধানের নিশানায় আইএসএল,ফেডারেশন, আইএফএ

0

◆আলোচনা সভার পর দীপেন্দু বিশ্বাস,দেবব্রত সরকার,দেবাশিস দত্ত ও অনির্বান দত্ত। সোমবার গ্র‍্যান্ড হোটেলে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এক মঞ্চে তিন প্রধান কর্তার সঙ্গে আইএফএ সচিব। গ্র‍্যান্ড ওবেরয়ের বল রুমে এক আলোচনা চক্রে উপস্থিত মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের অন‍্যতম কর্তা দেবব্রত সরকার, মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস এবং আইএফএ সচিব অনির্বান দত্ত। ‘দ‍্য হিন্দু’ গ্রুপের ‘স্পোর্টস স্টার’-এর কনক্লেভ ‘FROM MAIDANS TO ISL – ROAD AHEAD TO KOLKATA FOOTBALL’ আলোচনা চক্রে এফএসডিএল, ফেডারেশন থেকে স্পনসর,আইএফএকেই যেন তাক করলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল কর্তারা।

আলোচনা চক্রে গ্রাসরুট ফুটবল নিয়ে এক প্রশ্নের উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ব‍্যাখ‍্যা করতে গিয়ে বলেন,”গ্রাসরুট নিয়ে আমরা কেউই কিছু করছি না, ভাবছিও না। আইএসএলে ১১টা দল আছে। এই এগারোটা দলের প্রতিবছর খরচ চারশো কোটি টাকারও বেশি। ফ্রাঞ্চাইজি দলগুলি এই টাকার ১০ শতাংশ যদি ইয়ুথ ফুটবলের উপর খরচ করে তাহলে দেশের ফুটবলের পক্ষে ভাল। এফএসডিএল এমন কিছু নিয়ম চালু করুক। আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক দল আছে। কিন্তু দল থেকে লাভ নেই। টুর্নামেন্ট কোথায়? খেলার জায়গা নেই। বাংলার ফুটবলেও একই ছবি। আইএফএকেও ভাবতে হবে।”

ইস্টবেঙ্গলের অন‍্যতম কর্তা দেবব্রত সরকার ব‍্যাখ‍্যা করতে গিয়ে বললেন,”ভারতীয় ফুটবল কোথায় যাবে এটা এখন নির্ভর করছে ফেডারেশন,এফএসডিএল এবং স্পনসরের উপর। তারা যা বলবে সেটাই হবে। আমরা একটা সময় প্রশ্ন তুলেছিলাম, ইস্টবেঙ্গল, মোহনবাগানের একটা উজ্জ্বল ইতিহাস আছে। তাহলে কেন ফ্রাঞ্চাইজি ফি দেব? কিন্তু ওরা শোনেনি। আইএসএল ছাড়া যে কয়েকটা টুর্নামেন্ট হয় তার ব‍্যবস্থা ভাল নয়। সকাল দুপুর মিলিয়ে দিনে দুটি করে ম‍্যাচ হয়। ম‍্যাচ খেলার একদিন পর আবার ম‍্যাচ। ফুটবলারদের বিশ্রামের সুযোগ দেওয়া হয় না। ইয়ুথ ফুটবলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এই সমস‍্যা গুলি নিয়ে আমাদেরই বারবার বলতে হবে কেন? আইএফএ হল পশ্চিমবঙ্গ রাজ‍্যের ফুটবল নিয়ামক সংস্থা। আইএফএ-এর উচিৎ ফেডারেশন, এফএসডিএলের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করা। এই ব‍্যাপারে আইএফএকেও অগ্রণী ভূমিকা নিতে হবে। আইএফএ সচিবের কাছে আমার অনুরোধ, ওদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা করুন।”

আইএসএল কি ভারতীয় ফুটবলকে শেষ করে দিচ্ছে? প্রশ্নের উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,” আইএসএল ভারতীয় ফুটবলকে শেষ করছে কিনা জানি না তবে আমারও এই লিগ নিয়ে প্রশ্ন আছে। ৯ বছর ধরে আইএসএল চলছে। যতদিন যাচ্ছে মাঠে দর্শক কমছে কেন? এই ৯ বছরে একটাও ফুটবলার উঠে এসেছে? শুধু এটুকু বলব, আইএসএল নিয়ে পর্যালোচনা করার সময় এসে গিয়েছে।”

আইএফএ সচিব অনির্বান দত্ত দুই কর্তার দাবি মেনে নিয়ে বলেন,”আইএফএ ও এআইএফএফ নিজেদের মতো কাজ করছে। কাজের ক্ষেত্রে কোনও সমন্বয় নেই। যোগাযোগের বড্ড অভাব। এক সঙ্গে বসে আলোচনা করে পরিকল্পনা করলে অনেক সমস‍্যা দুর হবে। আমি কিছু মাস হল আইএফএ-র দায়িত্বে এসেছি। গ্রাসরুট ফুটবলকে অগ্রাধিকার দিচ্ছে আইএফএ। খুব শীঘ্রই জেলায় বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ইতিমধ‍্যে আমরা কলকাতা লিগ বয়স ভিত্তিক করতে পেরেছি। বাংলা ফুটবলের উন্নতির জন‍্য আইএফএ কিছু পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা গুলি বাস্তবায়িত করাটাই প্রধান লক্ষ‍্য।”

এদিকে, মহমেডান ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন,”আমরা অনূর্ধ্ব-১৭,১৯ ফুটবলারদের নিয়ে দল গড়ার কাজ শুরু করে দিয়েছি। এবারের সন্তোষ ট্রফির বিভিন্ন ম‍্যাচ দেখে ফুটবলার বাছাই করার জন‍্য ১০ ফেব্রুয়ারি ভুবনেশ্বর (সন্তোষ ট্রফি) পৌঁছে যাবে আমাদের প্রতিনিধিরা। এই দলই কলকাতা লিগ, শিল্ড খেলবে। পরিকাঠামোয় আমরা আমুল বদল এনেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here