দাবা প্রতিযোগিতা দিয়েই থ‍্যালাসেমিয়া আক্রান্তদের পাশে চেসমিট ফাউন্ডেশন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দাবা প্রতিযোগিতার মধ‍্যে দিয়ে থ‍্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে চেসমিট ফাউন্ডেশন। আগাম ১১ অগাষ্ট, লেক ক্লাবে এই দাবা প্রতিযোগিতা শুরু হবে। গত
৪ বছর ধরে নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত চেসমিট ফাউন্ডেশন। গতবছর ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিল। এবার আরও এক মহৎ উদ্যোগে সামিল। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। মাইন্ড গেম চেস আকাদেমির সঙ্গে যৌথ উদ্যোগে ও কলকাতা লেক ক্লাবের সহযোগিতায় এক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে। এই দাবা প্রতিযোগিতায় মূলত অংশ নেবেন কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা, অধ্যাপক, সাংবাদিক থেকে নানা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অংশ নেবেন কলকাতার কয়েকজন গ্র‍্যান্ডমাস্টারের বাবা–মায়েরাও। ৬০ জন অপেশাদার দাবাড়ু নিয়ে হবে এই প্রতিযোগিতা।

মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে চেসমিট ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বান মুখার্জি বলেন, ‘‌আমরা কয়েকবছর ধরে নানা সামাজিক কাজে এগিয়ে এসেছি। গতবছর ক্যান্সার আক্রান্তদের সাহায্য করা হয়েছিল। এবছর থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলকে আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’‌

বিখ্যাত নিউরো সার্জেন ডাঃ কৌশিক শীল চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমির এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন। তিনি বলেন, “ডিমেনশিয়া ও অ্যালজাইমার রোগ থেকে মুক্তির জন্য দাবা খেলার অন্যরকম গুরুত্ব রয়েছে। বেশ কয়েকবছর ধরে চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমি এই ব্যাপারে কাজ করে চলেছে। আমরা রোটারির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের স্কুলে এবং বিভিন্ন আবাসিক স্কুলে দাবা খেলা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।”

মাইন্ড গেম চেস অআকাডেমির সিইও ডঃ জয়ন্ত সরকার বলেন, “যারা একসময় দাবা খেলতেন, সময়ের অভাবে এখন আর খেলতে পারেন না, তাদের আবার দাবায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ। একদিকে যেমন দাবা খেলা হবে, তেমনই প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সাহায্য করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here