ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সৌম্যদীপ রায়কে কোচের পদ থেকে সরিয়েই দেওয়া হল। তার জায়গায় ভারতের নতুন কোচ করা হল বাংলার প্রবীণ কোচ তপন চন্দ্রকে। পাশাপাশি মনিকা বাত্রাকে জাতীয় দলে ফিরিয়ে নেওয়া হল। আসন্ন তিউনেশিয়া ওপেনের জন্য বাংলার তপন চন্দ্রকে ভারতীয় দলের কোচ করা হল।
কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ ছাড়ার গুরুতর অভিযোগ এনেছিলেন মনিকা বাত্রা। বিতর্কের জেরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছিলেন মণিকা। চ্যাম্পিয়লশিপ থেকে পুরুষেরা তিনটি ব্রোঞ্জ আনলেও পাঁচ নম্বরে শেষ করেন মেয়েরা ৷ পাশাপাশি দলে সুযোগ না দেওয়ায় আদালতে গিয়েছিলেন মনিকা। আদালতের রায় মনিকার পক্ষেই যায়। একদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেয়েদের খারাপ ফল, অন্যদিকে আদালতের রায় — সব মিলিয়ে বেশ চাপে ছিলেন টিটিএফআই-এর কর্তারা। কালবিলম্ব না করে তিউনেশিয়া ওপেনে মনিকাকে দলে ফিরিয়ে নিতে বাধ্য হন নির্বাচকরা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৪-৩০ অক্টোবর তিউনেশিয়া ওপেন টুর্নামেন্ট হবে।
এই টুর্নামেন্টে বাংলার মুখ সুতীর্থা মুখার্জি, ঐহিকা মুখার্জি। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের কোচ হয়ে খুশি তপন চন্দ্র। এই বর্ষীয়ান কোচ জানিয়েছেন, তাঁর একটাই লক্ষ্য সফল হয়ে ফিরে আসা। বাংলার দুই মেয়ে সুতীর্থা এবং ঐহিকাকে ছোট থেকেই দেখেছেন। দলে মণিকা, শরথ কমল, অমলরাজদের মতো খেলোয়াড়রা আছেন। প্রত্যেকেই পরিণত খেলোয়াড় । সবাই সেরাটাই দেবে।