◆দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনের পর কর্তারা। সোমবার সন্ধ্যায় বারুইপুরে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : একদা বাংলা ফুটবলের সাপ্লাই লাইন উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থা ধুঁকছে। নতুন কমিটি গঠন করতে গিয়ে মামলার ‘ফাঁসে’ সব কিছুই যেন থমকে আছে। কার্যত একই ঘটনা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাতেও। সেই জেলাতেও এখন সরকারি ভাবে কেউ সচিব নেই। তবে এই দুই জেলায় কাজ চলছে শ্লথগতিতে। চেয়ার দখলের লড়াই বড়ই কঠিন এবং জটিল রোগ। এই দুই জেলার কর্তাদের মতো দক্ষিন ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কর্তারা সেই রাস্তায় হাঁটেননি। বরং খেলাকে প্রাধান্য দিয়ে সুষ্ঠুভাবে নতুন কমিটি ও সচিব বেছে নেওয়া হল সোমবার সন্ধ্যায়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সচিব পদে এলেন সোনারপুরের বৈকুন্ঠপুর তরুণ সংঘের ফুটবল সচিব সুপ্রিয় ঘোষ। এই দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সহসচিব ছিলেন। এবার আগামী চার বছরের জন্য সচিব হলেন সুপ্রিয়বাবু।
১৪ মে এজিএম হয়। সেই দিনই গভর্নিং বডির সদস্যদরাও নির্বাচিত হয়েছেন। সচিব ছাড়াও অন্যান্য পদাধিকারীরা হলেন – ▪ কার্যকারি সভাপতি-অমল কবিরাজ ▪সহসভাপতি – সুশান্ত দত্ত, বাবুল দত্ত চৌধুরী, শ্যামল পাল এবং সমর দে। ▪ সহসচিব – আব্দুল রসিদ নস্কর ও অংশুমান ঘোষ। ▪ কোষাধ্যক্ষ – মদন মারিক। ▪ ফুটবল সচিব – প্রদীপ নন্দী। ▪ ক্রিকেট সচিব – উমাশঙ্কর ভট্টাচার্য। এই জেলা থেকে আইএফএ প্রতিনিধিত্ব করবেন শঙ্কর বসু আর সিএবি প্রতিনিধিত্ব করবেন শ্যামল পাল।