থমাস কাপঃ ইতিহাসে ভারতীয় ব‍্যাডমিন্টন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন :
ইতিহাসে ভারতের ব‍্যাডমিন্টন। সবাইকে চমকে দিয়ে প্রথমবার থমাস কাপে চ‍্যাম্পিয়ন হল ভারত। যা ভারতীয় ব‍্যাডমিন্টনে নজির।
প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেই চ‍্যাম্পিয়ন হল। স্বাভাবিক ভাবেই গোটা দেশ উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের এই সাফল্যে। আসছে শুভেচ্ছাবার্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দল। টমাস কাপ জেতায় গোটা দেশই উচ্ছ্বসিত। আমাদের দুর্দান্ত দলকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের প্রতিযোগিতাগুলির জন্যে অনেক শুভেচ্ছা।”


পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনা জিতল ভারত ৷ যার পোশাকি নাম ‘থমাস কাপ ‘। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে হারিয়ে দিয়ে ইতিহাস গড়লেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা। ফাইনালে তৃতীয় ম্যাচে বিশ্বের ৪ নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে সাফল‍্য এনে দিলেন কিদাম্বি শ্রীকান্তরা ৷ ইতিহাস গড়তে মূল্যবান অবদান রাখলেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জুটি ৷ এই সাফল‍‍্য ক্রিকেটের বিশ্বকাপের থেকে বড় সাফল‍্য মন্তব‍্য করেছেন পুলেল্লা গোপীচাঁদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here