ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৫ অগাস্ট : ত্রাতা সেই তিনিই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শ্রীসিমেন্ট ও ইস্টবেঙ্গল কর্তাদের বসিয়ে আপাতত সমস্যা কাটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নবান্নে শ্রীসিমেন্টের প্রতিনিধি এস এস খান্ডেল
ওয়াল, এস জাজু, সন্দীপ কুমার এবং ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, অজিত ব্যানার্জি ও সদানন্দ মুখার্জির সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত জট খুললো। আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। হাসি ফুটলো ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকদের মুখে।
এদিন বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী বলেন “আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। দু’দিন আগে আমিও কিছুটা রেগে গিয়েছিলাম। তারপরই ওঁদের কাছে আবেদন জানাই, শেষমুহূর্তে সরে দাঁড়ালে ইস্টবেঙ্গলের কী করে হবে? কারণ এতে কোটি কোটি সমর্থকের আবেগ জড়িয়ে রয়েছে। কারণ আমরা সবাই চাই, মোহনবাগানও খেলুক, ইস্টবেঙ্গলও খেলুক, আগামিদিনে মহামেডানও খেলুক। এজন্যই আবেদন জানিয়েছিলাম।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরেই শ্রীসিমেন্টের এক পরতিনিধি বলেন,”গত এক বছর ধরে একটা সমস্যা চলছিল। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ করার ফলে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে চেয়েছি। আমরা এই বছর আইএসএল সহ সব টুর্নামেন্টে খেলবো।”
ইস্টেবঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার বলেন,”গত বছরও দিদির জন্য আইএসএল খেলেছিলাম। এবারও সেই দিদিই সমস্যা মিটিয়ে দিলেন। আমি আগেই বলেছিলাম, টার্মশিটে যে শর্ত ছিল তা দিদি দেখলে তিনিও সই করতে বলতেন না। যখন তিনি দেখলেন তখন তিনিও বুঝেছেন। ধন্যবাদ জানাই শ্রীসিমেন্টকে।”
কিন্তু প্রশ্ন থেকেই গেল। ইস্টবেঙ্গল ক্লাবের দাবি কি মেনে নিয়েই সই করলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দেননি। তবে জানা গিয়েছে,এখনও চূড়ান্ত চুক্তি পত্রে সই হয়নি। মুখ্যমন্ত্রীর অনুরোধে এবারও দল গড়ে আইএসএলে খেলতে রাজি হয়েছেন শ্রীসিমেন্ট কর্তারা। আপাতত দল ফুটবল খেলুক,চুক্তি বিতর্ক পরে মেটানোর চেষ্টা করা হবে।
ইস্টবেঙ্গলের দাবি, যে টার্মশিট নিয়ে এত বিরোধিতা ছিল ক্লাব কর্তাদের, তা এ বার প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ পুরনো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল। ক্লাব হস্তান্তরের যে ব্যাপারটা নিয়ে গোড়া থেকেই সমস্যা দেখা দিয়েছিল তা নাকি আপাতত মিটে গিয়েছে। যদিও শ্রী সিমেন্টের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। গত বছর শ্রীসিমেন্ট যেভাবে দল গড়েছিল,এবারও সেই ভাবেই (মূল চুক্তি পত্রে সই না হওয়ার পরও) আইএসএল খেলবে এসসি ইস্টবেঙ্গল। শুধু মুখ্যমন্ত্রীর অনুরোধে।