◆ বৈঠকের পর WBDSF – এর কর্তারা। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তিন বছর পর আবার যেন ‘জেগে’ উঠতে চলেছে WBDSF (ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন)। একটা সময় তনুময় বসুকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা পৌঁছে গিয়েছিল আদালতে। সেই সময়, গত বছর (১৯ জুন ২০২২) মালদহ শহরে WBDSF-এর নতুন কমিটিও গঠন করা হয়। কিন্তু কমিটি গড়লেও ইনজাংশন হয়। পরবর্তীকালে সেই সমস্যাও কেটে যায়। কিন্তু কোনও খেলা পরিচালনা করতে পারেনি WBDSF কর্তারা। এবার অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে ‘জেগে’ ওঠার চেষ্টা করছে। আজ, মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে WBDSF – এর কমিটি মেম্বারদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জুলাই মাসে মাসেই অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
এই সংস্থার পরিচালনায় শেষ টুর্নামেন্ট হয়েছিল সিনিয়র জেলা টুর্নামেন্ট, ২০১৯ সালে। তারপর কোভিড এবং WBDSF এর গোষ্ঠীদ্বন্ধের জেরে কোনও টুর্নামেন্ট করতে পারেনি। এদিন বৈঠক শেষে এই সংস্থার সচিব দেবব্রত সাহা ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”আমাদের সংস্থা WBDSF-এ যেসব জটিলতা ছিল তা মিটে গিয়েছে। আমরা বয়স ভিত্তিক টুর্নামেন্ট দিয়ে শুরু করছি। সমস্ত জেলা নিয়ে আগামী ১৫ জুলাইয়ের পরেই শুরু হবে অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট।”
মামলার কারণে আপনাদের WBDSF এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। সেই সমস্যা কি মিটেছে? জবাবে দেবব্রত সাহা বলেন,”আগেই আপনাকে বললাম,যাবতীয় জটিলতা কেটে গিয়েছে। আমাদের পুরনো ব্যাঙ্ক অ্যাউন্ট স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন খেলা শুরুর অপেক্ষায় আছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর নতুন কমিটি গঠন হওয়ার পর টুর্নামেন্ট শুরু করার জন্য বেশি উদ্যোগী ছিলেন WBDSF – এর কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি, সচিব দেবব্রত সাহা, বিপ্লব চক্রবর্তী, পার্থ মুখার্জিরা। অবশেষে সব জেলা কর্তার সহযোগিতায় অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট করে নতুন করে ‘জেগে’ ওঠার চেষ্টায় WBDSF সংস্থা।