তিন প্রধান ছাড়াই কন‍্যাশ্রী কাপ শুরু

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২১ ফেব্রুয়ারি : মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং – এই তিন প্রধান ক্লাব ছাড়াই কন‍্যাশ্রী কাপ শুরু হয়ে গেল। নিজেদের ক্লাব দল অংশ না নিলেও আজ,সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের উদ্বোধন অনুষ্ঠানে এসে তিন প্রধান ক্লাবের তিন কর্তা দেবাশিস দত্ত,দেবব্রত সরকার ও কামারউদ্দিন বলে গেলেন,এই বছর নানান সমস‍্যার জন‍্য তাদের ক্লাব অংশ নিতে পারেনি। তবে সামনের বছর কন‍্যাশ্রী কাপে তিন প্রধান অংশ নেবে।

ফুটবলে শট মেরে কন‍্যাশ্রী কাপ উদ্বোধন করছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।

এদিন, জয় দিয়ে এবারের কন‍্যাশ্রী কাপ অভিযান শুরু করল গত দুই বারের চ‍্যাম্পিয়ন এস এস বি উইমেন্স এফ সি। আজ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের উদ্বোধনী ম‍্যাচে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে হারাল এসএসবি। রঞ্জিতা দেবী দুটি ও দুলের মান্ডি,মুনেশ কুমারী,পূর্ণিমা লিন্ডা,অনিতা রানী একটি করে গোল করেছেন।

কন‍্যাশ্রী কাপের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জি, বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বেশ কিছু প্রাক্তন ফুটবলাররাও।

প্রাক্তন মহিলা ফুটবলারদের সঙ্গে আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি

অতীতে মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতার নাম ছিল ক‍্যালকাটা উইমেন্স ফুটবল লিগ। কিন্তু দুই বছর আগে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের কন‍্যাশ্রী প্রকল্পের অনুপ্রেরণায় এই লিগের নামকরণ করা হয়েছে কন‍্যাশ্রী কাপ। প্রসঙ্গত উল্লেখ্য, আইএফএ-এর প্রাক্তন সচিব প্রয়াত প্রদ‍্যোৎ দত্ত যখন মহিলা ফুটবলারদের নিয়ে ফুটবল লিগ শুরু করেন তখন দলবদলের সময় মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে দিয়েই প্রতীকী সই করানো হয়েছিল।

এবার কন‍্যাশ্রী কাপে দুই মন্ত্রীর ক্লাব দল অংশ নিচ্ছে। ক্রীড়ামন্ত্রীর সুরুচি সংঘ ও দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি ছাড়াও মতুয়াদের একটি দলও এবার কন‍্যাশ্রী কাপে অংশ নিচ্ছে। ময়দানের ফুটবল প্রশাসক দেবু মুখার্জির তালতলা দীপ্তি ক্লাব অধিগ্রহণ করে নাম বদল (শ্রীভূমি) হয়েছে। কিন্তু দেবু মুখার্জির কন‍্যা সুদেষ্ণা মুখার্জি আগের মতোই উদ‍্যোগী হয়ে এবারও দীপ্তি সংঘ নামে কন‍্যাশ্রী কাপে অংশ নিচ্ছে। সুদেষ্ণা এবার দল গড়ে জনাইয়ে আবাশিক শিবিরও করেছেন।

কন‍্যাশ্রী কাপের উদ্বোধনী ম‍্যাচের আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আইএফএ সভাপতি,সচিব জয়দীপ মুখার্জি ও বিওএ-এর সভাপতি স্বপন ব‍্যানার্জি

কন‍্যাশ্রী কাপের সব ম‍্যাচ পরিচালনা করবে মহিলা রেফারি। কন‍্যাশ্রী কাপে চ‍্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স দল ২৫ হাজার টাকা পাবে। এছাড়াও প্রত‍্যেক ম‍্যাচে থাকছে ম‍্যান অফ দ‍্য ম‍্যাচের আর্থিক পুরস্কার।

প্রয়াত প্রবীর লাহিড়ীর স্মরণ সভায় জর্জটেলিগ্রাফের যুগ্ম সচিব অনির্বান দত্ত ও আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি। সোমবার জর্জটেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তাঁবুতে

এদিকে, আজ,সোমবার জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তাঁবুতে হয়ে গেল প্রয়াত প্রবীর লাহিড়ীর স্মরণসভা। সদ‍্য প্রয়াত প্রবীর লাহিড়ী একটা সময় আইএফএ-এর প্রাক্তন সহসচিব ছিলেন। এছাড়াও জর্জটেলিগ্রাফ স্পোর্টস ক্লাব পরিবারের অন‍্যতম সদস‍্যও ছিলেন। মূলত তাঁর স্মৃতিচারণ করতেই আজ জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তাঁবুতে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here