সন্দীপ দে▪মালদা▪
ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নতুন করে কমিটি গঠন করলেন জেলা কর্তারা। আজ,রবিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার নবনির্মিত কনফারেন্স রুমে জেলা ফেডারেশনের ৮২ তম সাধারণ বার্ষিক সভা হয়ে গেল। এই সভায় ফেডারেশনের শুদ্ধিকরণের লক্ষ্য নিয়ে তৈরি হয়ে গেল নতুন কমিটি। এবং অবশ্যই প্রত্যাশিতভাবে প্রাক্তন ফুটবলার ও জেলা ফেডারেশনের প্রাক্তন সভাপতি তনুময় বসুকে কোনও পদেই রাখলেন না একাধিক জেলা।
এদিনের মালদা শহরে জেলা ফেডারেশনের বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ জেলার প্রতিনিধি। প্রসঙ্গত উল্লেখ্য, তনুময় বসুকে ঘিরে বিভিন্ন জেলার একাধিক অভিযোগ আছে। কয়েক মাস আগে এই মর্মে ‘ইনসাইড স্পোর্টস’ বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন জেলার কর্তাদের বক্তব্য তুলে ধরে ছিল। পরে তনুময় সচিবের বিরুদ্ধে আদালতে গেলে প্রায় ১৮ টি জেলা ক্ষুব্ধ হয়ে ওঠেন। জেলা কর্তাদের একটাই কথা, “সবার আগে সংস্থা। তার উর্দ্ধে কোনও ব্যক্তি নয়।” জেলা ফেডারেশনের কর্তারা তখনই ঠিক করে ফেলেছিলেন,আর যাই হোক, আর কখনও তনুময়কে জেলা ফেডারেশনের কোনও পদ দেওয়া হবে না। কয়েকটা জেলা ছাড়া
অধিকাংশ জেলার কর্তারা তনুময় বসুর বিরুদ্ধে চলে গিয়েছে। আর সেই বিরোধীতাকে বজায় রেখে রবিবার তনুময়কে বাইরে রেখেই নতুন কমিটি গড়া হল। লক্ষ্য একটাই “ওয়েষ্ট বেঙ্গল ডিস্ট্রিক স্পোর্টস ফেডারেশন”-এর শুদ্ধিকরণ।
এদিন নতুন কমিটি হল এই রকম – সভাপতি হলেন সুদীপ বিশ্বাস – (উত্তর দিনাজপুর), কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি (মুর্শিদাবাদ) সচিব- দেবব্রত সাহা (মালদা) – কোষাধ্যক্ষ – পার্থ মুখার্জি (পুরুলিয়া), সহ সভাপতি – সব্যসাচী দত্ত (জলপাইগুড়ি) সৌরভ ভট্টাচার্য (শিলিগুড়ি),মদন মোহন মারিক (দক্ষিণ ২৪ পরগনা) ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – লাইফ মেম্বার (বাঁকুড়া)। সহসচিব রতন সমাজদার (উত্তর ২৪ পরগনা), দেবাশিস বিশ্বাস (নদীয়া)।
সভার শেষে জেলা ফেডারেশনের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপ্লব চক্রবর্তী (পূর্ব মেদিনীপুর ) “ইনসাইড স্পোর্টস”কে জানান,”আমাদের ৮২ তম সাধারণ বার্ষিক সভায় ১৫ টি জেলা প্রতিনিধি যোগ দিয়েছিলেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গড়া হল সুষ্ঠুভাবে। গত চার বছর ধরে জেলা ফেডারেশনের সচিব কোনও কাজ করার সুযোগ পাননি। ফেডারেশনের মুখ হয়ে উঠেছিলেন সভাপতি। এবার থেকে আর এই ব্যাপারটা ঘটবে না। সবাই নিজের গন্ডি থেকেই কাজ করবেন। নিয়ম মেনে সচিবকে সামনে রেখেই জেলা ফেডারেশন কাজ করবে।”
নতুন সভাপতি সুদীপ বিশ্বাস (উত্তর দিনাজপুর) “ইনসাইড স্পোর্টস”কে বলেন,”আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি সম্মানিত বোধ করছি। আমি যতদুর জানি, জেলা ফেডারেশনের ইতিহাসে প্রায় ৪০ বছর পর উত্তরবঙ্গ থেকে কেউ সভাপতি হল। প্রায় ৪০ বছর আগে জলপাইগুড়ির এ পি রায় (অশোক প্রসাদ রায়) জেলা ফেডারেশনের সভাপতি হয়েছিলেন। নিয়ম মেনে ভাল কাজ করার চেষ্টা করব।”
গত চার বছর ধরে এই ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের মুখ হয়ে উঠেছিল সভাপতি। এমনটাই একাধিক জেলার অভিযোগ ছিল। এবার আপনি সভাপতি হলেন। এবার কি সচিব গুরুত্ব পাবেন?” অবশ্যই পাবেন। যার যা দায়িত্ব তা তারা করবেন। নিজেদের কাজের সীমাবদ্ধতা মেনেই কাজ হবে।” বলছিলেন সুদীপ বিশ্বাস। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিলেন, তিনি শুধু মাত্র একটি টার্ম অর্থাৎ দুই বছরের জন্য জেলা ফেডারেশনের সভাপতি থাকবেন। পরের টার্মে কোনও অবস্থায় থাকতে চান না। এমন ঘোষণা সভায় করেছেন সুদীপ বিশ্বাস।
এদিনের জেলা ফেডারেশনের সাধারণ বার্ষিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, নদিয়া,কোচবিহার,জলপাইগুড়ি, দক্ষিণ ২৪পরগনা, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর,মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর,কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ক্রীড়া মহকুমা পরিষদের প্রতিনিধিরা।