ডেভিডের হ‍্যাট্রিক, AFC কাপের মূলপর্বে এটিকে মোহনবাগান

0

মোহনবাগান – ৩ ( ডেভিড উইলিয়ামস)

আবাহনী ঢাকা – ১ (ড্যানিয়েল কলিনড্রেস)

ইনসাইড স্পোটাসের প্রতিবেদন,১৯ এপ্রিল : দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান। এএফসি কাপের বাছাইপর্বের ম‍্যাচে প্রথমে শ্রীলঙ্কার ব্লুস্টারকে হারিয়েছে। আর আজ,মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশে আবাহনী ঢাকা লিমিটেডকে ৩-১ গোলে হারাল এটিকে মোহনবাগান। মোহনবাগানের হয়ে হ‍্যাটট্রিক করেন ডেভিড উইলিয়ামস। আবাহনীর একমাত্র গোলদাতা ড্যানিয়েল কলিনড্রেস। এই জয়ের ফলে এএফসি কাপের মূলপর্বে পৌঁছে গেল এটিকে মোহনবাগান।
কলকাতায় মূলপর্বের তিনটি ম‍্যাচে এটিকে মোহনবাগান খেলবে। বসুন্ধরা কিংস, কেরলের গোকুলম ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে। ম‍্যাচ গুলি হবে যথাক্রমে ১৮, ২১ এবং ২৪ মে।

প্রথম গোল করার পর ডেভিড উইলিয়ামস

এদিন ম‍্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গেই খেলা শুরু করে বাগানের ফুটবলররা। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায়৩২ হাজার দর্শকের সামনে অনায়াস জয় এনে দিলেনজুয়ানের ছেলেরা। প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় জনি কাউকোর পাস থেকে ডেভিড উইলিয়ামস প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি করেন ৩০ মিনিটে। প্রথমার্ধেই হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন কিন্তু গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন উইলিয়ামস।

৬১ মিনিটে আবাহনীর ড্যানিয়েল কলিনড্রেস গোল করেন। ৮৫ মিনিটে নিজের ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন ডেভিড উইলিয়ামস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here