ডেভিডের দুরন্ত গোল, বেঙ্গালুরুর হার, জিতল এটিকে মোহনবাগান

0

এটিকে মোহনবাগান – ১ (ডেভিড)
◆বেঙ্গালুরু এফসি – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২১ ডিসেম্বর : ম‍্যাচের বয়স তখন ৩৩ মিনিট। দূরপাল্লার পাসটা রিসিভ করে দুদুটি ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত শট ডেভিড উইলিয়ামসের এবং গোল। এই আইএসএলে এখনও পযর্ন্ত ডেভিডের গোলটাই সেরা। এমন বহু গোল দেখার জন‍্য বহুদুর থেকে হেঁটে আসা যায়। এফএসডিএল ডেভিডের এই গোলটাকে আইএসএলের বিজ্ঞাপন হিসেবে ব‍্যবহার করতেই পারে।
ডেভিডের করা একমাত্র গোলে এদিন বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান।

এদিনের ম‍্যাচের আগে সবাই দেখতে চেয়েছিল সুনীল ও কৃষ্ণার লড়াই। সেটা হল না। সবাইকে ছাপিয়ে ডেভিডই হলেন ম‍্যাচের গোলদাতা ও ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ। চলতি আইএসএলে ডেভিড নিজের গোলের খাতাও খুললেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করে।

এই জয়ের ফলে ৭ ম‍্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবলের দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। গোল পার্থক্যের সুবিধা কাজে শীর্ষে মুম্বই সিটি এফসি।

ফুটবল বুদ্ধির দ্বৈরথে বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিলেন আন্তেনিও লোপেজ হাবাস । অভিজ্ঞ স্প্যানিশ কোচ আইএসএলের মঞ্চটিকে হাতের তালুর চেয়ে বেশি চেনেন । তাই আগেই বলেছিলেন বেঙ্গালুরু এফসির আক্রমণের উৎসস্থলটাই ভেঙে দিতে চান । এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তাঁর ভরসা আক্রমণাত্মক ফুটবল । এদিন মাঝমাঠের দখল এটিকে-মোহনবাগান শুধু নিজেদের পায়ে রাখেনি । প্রেসিং ফুটবলে ভর দিয়ে সুনীল ছেত্রীদের ব্যাকফুটে ঠেলে রেখেছিল মোহনবাগানের ফুটবলারা এবং এই কাজে দলের সব ফুটবলার মরিয়া প্রয়াস হাবাসের কাজ সহজ করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here