ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। আজ,মঙ্গলবার ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত সুব্রতকে ভর্তি করানো হয়েছে। পরে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, সুব্রত ভট্টাচার্যের প্লেট লেট ৬০ হাজার। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন অন্যতম সফল প্রাক্তন কোচ সুব্রত। গল্ফগ্রীনের বাড়িতেই ছিলেন। তিন দিন ধরে নিয়মিত ঔষুধ খাওয়ার পরও জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হয়। সেই রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। কাল বিলম্ব না করে আজ হাসপাতালে ভর্তি করানো হয় সুব্রতকে।
হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। হাসপাতালে তাঁকে আলাদা রাখা হয়েছে। আগামীকাল,বুধবার পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ করবেন চিকিৎসকরা।