ডুরান্ড কাপের উন্মোচনে বহুতল থেকে ঝাঁপ দুই সেনার

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অভিনব। কলকাতায় ডুরান্ড কাপ উন্মোচন অনুষ্ঠানে জীবনদীপ সংলগ্ন শহরের সব থেকে উঁচু বহুতল থেকে ঝাঁপ দিলেন দুই অবসর প্রাপ্ত সেনা। না, এই ঝাঁপ মরণঝাঁপ নয়। ডুরান্ডের ট্রফির উন্মোচন উপলক্ষ্যে সেনা বাহিনীর ‘বেস জাম্প।’

১৩টি শহর ঘুরে এবার কলকাতা শহরে পৌঁছেছে ডুরান্ড কাপ। সেই কাপের উন্মোচন নিয়ে ব্রিগেড প‍্যারেডে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সেনাবাহিনী। পরিকল্পনা ছিল,সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা এবং রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই বহুতল থেকে প‍্যারাসুট করে ঝাঁপ দিয়ে ব্রিগেড প‍্যারেডে নামবেন সেনারা। কিন্তু বৃষ্টির কারণে শুরুতে এই বেস জাম্প সম্ভব হয়নি। তাই আগে ডুরান্ড কাপের উন্মোচন হয়। পরে বৃষ্টি পড়া বন্ধ হলে সেই বহুতল থেকে প‍্যারাসুটের মাধ‍্যমে ঝাঁপ দেন দুই অবসরপ্রাপ্ত গ্রুপ ক‍্যাপ্টেন কমল সিং ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল সত‍্যেন্দ্র বর্মা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৩ অগাষ্ট থেকে শুরু হবে এবছরের ডুরান্ড কাপ প্রতিযোগিতা। ৬ টি গ্রুপে ৪টি করে মোট ২৪ টি দল এবারের ডুরান্ডে খেলবে। আইএসএলের ১২টি দল এবং আই লিগের পাঁচটি দল অংশ নিচ্ছে। এছাড়াও ভারতীয় সেনার ৩টি,অসমের একটি দল এবং বাংলাদেশ,ভূটান ও নেপালের একটি দল এবারের ডুরান্ডে অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here