ডুরান্ড কাপঃ জাশেদপুরকে ৩-০ গোলে হারাল মহমেডান

0

◆মহামেডান স্পোর্টিং– ৩
(ফাসলু, অভিষেক, ফৈয়াজ)
◆ জামশেদপুর –০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার জয় মহমেডান স্পোর্টিং ক্লাবের। রবিবার ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইএসএলের ক্লাব জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারাল মহামেডান। এই জয়ের ফলে মহমেডান গ্রুপ তালিকায় শীর্ষে রইল।

এদিন ম‍্যাচের শুরু থেকেই মহমেডান নিজের ছন্দেই খেলা শুরু করে। বল পজিশন নিজেদের দখলে রেখে জামশেদপুরকে পুরো ম‍্যাচে টেক্কা দিল মহমেডান। ম‍্যাচের ৩৮ মিনিটের মাথায় গোল করে সাদা-কালো শিবিরকে এগিয়ে দেন (১-০) ফাসলু।প্রথমার্ধের শেষে মহামেডান এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ে মহামেডানের। ৭১ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান অভিষেক হালদার(২-০)। ৭৫ মিনিটে শেখ ফৈয়াজ গোল করে মহেডানকে (৩-০) জয় নিশ্চিত করেন। মহভেডানের পরের ম‍্যাচ আগামী ২৭ অগাস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here