ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল, মঙ্গলবার প্রতিপক্ষ নর্থ ইস্ট

0

▪ইস্টবেঙ্গল – ২ (জর্ডন এলসে, বৌবা-‌আত্মঘাতী)

▪গোকুলাম – ১ (বৌবা)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গোকুলামকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলামকে ২-১ গোলে হারিয়ে এবারের ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ শিবির। আগামী মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে ইস্টবেঙ্গল খেলবে নর্থ ইস্ট দলের বিরুদ্ধে।

এদিন ম‍্যাচের বয়স যখন ৪৫ সেকেন্ড ঠিক তখনই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কর্ণার থেকে আসা বল পৌছয় নাওরেম মহেশের কাছে। মহেশ বক্সের মধ‍্যে বল ভাসিয়ে দেন। ভাসানো বলে হেড করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন জর্ডন এলসে। প্রথম গোল করার পরও ইস্টবেঙ্গল আরও দুটি গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোল করতে পারেনি। বরং প্রতিআক্রমণে উঠে গিয়ে ৫৭ মিনিটে হেড করে অসাধারণ গোল করেন গোকুলমের স্ট্রাইকার বৌবা আমিনোউ।

জয়ের পর ইস্টবেঙ্গল দল

ম‍্যাচ ১-১ হওয়ার পর ইস্টবেঙ্গল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনিতেই ম‍্যাচের শুরু থেকে অবিরাম বৃষ্টির মধ‍্যে খেলা হওয়ায় ইস্টবেঙ্গলের ফুটবলাররা সেই ভাবে পাসিং ফুটবল খেলতে পারেননি। তবে বল পজিশন কুয়াদ্রাতের ছেলেদেরই ছিল। দ্বিতীয়ার্ধে কোচ কুয়াদ্রাত আক্রমণ বাড়াতে ক্লেটন সিলভাকে নামিয়ে দেন। কিন্তু বৃষ্টির মধ‍্যে ম‍্যাচ হওয়ায় ক্লেটন বিপক্ষের ডিফেন্ডারদের বিব্রত করলেও গোলের মুখ খুলতে পারেননি।

এলসের গোল করার মুহূর্ত

বিপক্ষের বক্সে চাপ রাখার ফলে ৭৮ মিনিটে নিশু কুমারের ক্রশ ক্লিয়ার করতে গিয়ে বৌবা নিজেদের গোলে বল ঠেলে দেন। আত্মঘাতী গোল হওয়ার পর শেষ দিকে গোল শোধ করার একটা মরিয়া চেষ্টা করলেও শেষ পযর্ন্ত হেরেই মাঠ ছাড়েন গোকুলমের ফুটবলারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here