ডিসেম্বরে সিএবির আইপিএল ধাঁচে নতুন টুর্নামেন্ট

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : আইপিএলের ধাঁচে টুর্নামেন্ট করতে চলেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ফ্লাড লাইটে রঙিন পোষাকে মাঠে নামবেন ক্রিকেটাররা। মাঠে থাকবে ডিজে। টুর্নামেন্টের সব ম‍্যাচই সরাসরি সম্প্রচার করবে কোনও এক স্পোর্টস চ‍্যানেল। স্পনসরও নাকি এসে গিয়েছে। ৬ টা দল নিয়ে হবে দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্ট। এই ছয় দলে অংশ নেবে ১২০ জন ক্রিকেটার। এমনটাই সিএবি থেকে জানা গিয়েছে।
কোভিড প্রোটোকল মেনেই এই টুর্নামেন্ট হবে। আর এই ধরনের টুর্নামেন্ট করতে নাকি বিসিসিআইয়ের কোনও অনুমতি লাগবে না। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই বিষয় নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথাও বলে নিয়েছেন।
এই ধরনের টুর্নামেন্ট করতে সিএবির কোনও টাকা খরচ হবে না। বরং টাকা আসবে। স্পনসর পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। জানা গেল, মোট ৬ টা দল আলাদা নামে করা হবে। বিভিন্ন ক্লাব থেকে নেওয়া হবে ক্রিকেটারদের। ক্রিসমাসইভে ইডেনে রঙিন ক্রিকেট উপহার দিতে চান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
হঠাৎ এই ধরনের টুর্নামেন্ট করার ভাবনা কেন? আসলে করোনার জন‍্য এবার সিএবি লিগ হওয়ার সম্ভাবনা নেই। তাই ছোট করে আইপিএলের ধাঁচে এই টুর্নামেন্ট করার ভাবনা। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে ইডেনে শুরু হয়ে যাবে দিন-রাতের টুর্নামেন্ট। তবে গ‍্যালারি শূন‍্য রেখেই এই টুর্নামেন্ট হবে। তাই ভাল কোনও স্পোর্টস চ‍্যানেলকে দিয়ে এই টুর্নামেন্টের ম‍্যাচ সরাসরি সম্প্রচার করার কথা চলছে। সৌরভ গাঙ্গুলি নিজেও খুব সাহায্য করছেন অভিষেককে। সিএবি কর্তাদের ধারনা, লিগের পরিবর্তে এই টি-টোয়েন্টি ক্রিকেট মন ভরাবে বাংলার ক্রিকেট প্রেমিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here