ডালহৌসি ক্লাব নির্বাচনঃ ফের সভাপতি পার্থ, সচিব কৌশিক

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দূর্গা পুজোর ঠিক ৯ দিন আগে নিঃশব্দে হয়ে গেল গড়ের মাঠের শতাব্দী প্রাচীন ডালহৌসি অ‍্যাথলেটিক ক্লাবের নির্বাচন। গড়ের মাঠে নিঃশব্দের নির্বাচন হলেও মোটেও তা ‘নিঃশব্দ’ ছিল না। বরং উল্টো। রবিবার টান টান উত্তেজনার মধ‍্যে শেষ হল ডালহৌসির ২০২৪-‘২৫ ক্লাব নির্বাচন। পার্থসারথী গাঙ্গুলি,লাল্টু দাস, কৌশিক সেনগুপ্তদের পুরো প‍্যানেলটাই বাজিমাত করে দিয়েছে।

মোহনবাগানের প্রাক্তন ফুটবলার লাল্টু দাস পরপর চার বছর ডালহৌসির সচিব ছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী পরপর চার বছর সচিব থাকার পর আর সচিব পদে থাকা যায় না। তাই এবার ডালহৌসির নতুন সচিব নির্বাচিত হয়েছেন কৌশিক সেনগুপ্ত। প্রতিপক্ষ অরিজিৎ রায়কে হারিয়ে নতুন সচিব হলেন কৌশিক।

সভাপতি পদের লড়াইয়ে ফের জয়ী পার্থসারথী গাঙ্গুলি। নীলাদ্রি দাসকে হারিয়ে দ্বিতীয়বারের জন‍্য ডাসহৌসি ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হলেন পার্থ বাবু। সহসভাপতি পদের লড়াইয়ে অনায়াস জয় ছিনিয়ে নিয়েছেন লাল্টু দাস। দুঁদে আইনজীবী তমাল মুখার্জিকে হারিয়ে সহসভাপতি পদে এলেন লাল্টু দাস। প্রণবেন্দ্র নাথ মৈত্রকে হারিয়ে কোষাধ‍্যক্ষ পদে এলেন কৃষ্ণেন্দু বিশ্বাস। আর সহসচিব পদে এলেন পি ভি বৈদ‍্যনাথন। তিনি হারিয়েছেন অমিতাভ চ‍্যাটার্জিকে।
এক্সিকিউটিভ মেম্বার হিসেবে জয়ী হয়েছেন রাজু বিশ্বাস, দেবাশিস চক্রবর্তী, সঞ্জীব চক্রবর্তী এবং সিদ্ধার্থ রায় (পপ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here