ডাগআউটে কোচ স্টিমাচের ‘ব‍্যবহারে’ বিরক্ত ফেডারেশন কর্তারা

0

◆কুয়েত ম‍্যাচে কোচ স্টিমাচের লাল কার্ড দেখার মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী শনিবার সাফ কাপের সেমিফাইনাল ম‍্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল মাঠে নামছে। প্রতিপক্ষ লেবানন। কিন্তু শনিবার ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ মাঠে ঢুকতে পারবেন না। কারণ গ্রুপ লিগের শেষ ম‍্যাচে কুয়েতের বিরুদ্ধে প্রতিপক্ষ ফুটবলারকে গালাগাল করে লাল কার্ড দেখেছেন। প্রসঙ্গত, চলতি সাফ কাপে চারটি ম‍্যাচের মধ‍্যে দুটি লাল কার্ড দেখে রীতিমতো বিতর্ক সৃষ্টি করেছেন এই ক্রোয়েশিয়ান কোচ স্টিমাচ। যার কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা কোচের উপর বিরক্ত বলে সৃত্রের খবর।

ইতিমধ্যে বুধবার ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ ফোন করে দশ মিনিট কথা বলেন কোচ স্টিমাচের সঙ্গে। ওই দশ মিনিটের কথোপকথনে প্রভাকরণ নাকি কোচকে মাঠে মাথা ঠান্ডা রাখতে বলেছেন। পরপর দুইবার লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়া মানে দলের ক্ষতি। স্বাভাবিক ভাবেই কোচকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন ফেডারেশন সচিব। তিনি সংবাদমাধ‍্যমে বলেছেন,”কোচের উচিত দলের খেলায় মন দেওয়া। দলের স্বার্থে সেটাই করা উচিত কোচের।”

পাকিস্তান দলের ফুটবলারদের সঙ্গে বচসায় ব‍্যস্ত কোচ স্টিমাচ

প্রসঙ্গত উল্লেখ্য,এই সাফ কাপের প্রথমবার লাল কার্ড দেখার পর স্টিমাচ এক বিবৃতি দিতে গিয়ে বলেছিলেন,”প্রয়োজন হলে আবার করব।” তাঁর কথা যে মিথ‍্যে নয় তা নিজেই একই ঘটনা ঘটিয়ে ফের লাল কার্ড দেখে প্রমাণ করলেন কোচ স্টিমাচ। তাঁর অতিরিক্ত আগ্রাসনে সমস‍্যায় পড়ছে দল। শোনা যাচ্ছে, সাফ কমিটি কোচকে দুই ম‍্যাচ সাসপেন্ড করতে পারে। সেক্ষেত্রে দল সেমিফাইনালে জিতলে ফাইনালেও মাঠের বাইরে থাকতে হবে কোচ স্টিমাচকে। এদিকে কোচের সঙ্গে কার্ড সমস‍্যার ফলে সন্দীপ ঝিঙ্ঘানও সেমিফাইনাল ম‍্যাচ খেলতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here