ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : খেলো ইন্ডিয়া অংশ নিতে যাওয়ার পথে ট্রেনে ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটে নাগাদ। ডাকাতির ফলে দিশাহারা বাংলার জিমন্যাস্টিক দলের খেলোয়াড়রা।
খেলো ইন্ডিয়ায় অংশ নিতে চলার পথে অমৃতসর মেলে মোকামা এবং পাটনা শরিফের মধ্যে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।
বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ খোয়া গিয়েছে। তাঁর দাবি, স্যুটকেসে ছিল খেলোয়াড়দের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র, এক লক্ষের বেশি টাকা, মোবাইল এবং ক্রেডিট কার্ড। অধিকাংশ খেলোয়াড়ের ব্যাগও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে খেলোয়াড়দের এক পোষাকেই অম্বালা পৌঁছতে হবে। শনিবার পৌঁনোর কথা। প্রসঙ্গত, অম্বালাতে এবারের খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা হতে চলেছে।এছাড়াও ইন্টারন্যাশনাল জাজ অংশুমান বন্দ্যোপাধ্যায়ের স্যুটকেস চুরি গিয়েছে বলে অভিযোগ।
বাংলা দলের সূত্র থেকে জানা গিয়েছে, দলের খেলেয়াড়রা ২এসি-তে রয়েছে। ১এসি ও ২এসি কামরার মাঝে যে দরজা থাকে, সেটা খোলা ছিল। মাঝরাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই ডাকাতি হয় বলে অনুমান করা হচ্ছে।
ডাকাতির ঘটনা জানার পর রেল পুলিশ, টিটিদের জানানো হলেও কোনও সাহায্য পায়নি বলে অভিযোগ উঠছে। এখনও পর্যন্ত নেওয়া হয়নি এফআইআর। অম্বালায় নেমে এফআইআর করবে বাংলা দল বলে এমনটাই জানা যাচ্ছে।