◆শ্রেয়স আয়ার ও পুজারা◆
◆ভারত (প্রথম ইনিংস – ২৭৮/৬ পুজারা – ৯০, শ্রেয়স – ৮২*,ঋষভ পন্থ – ৪৬)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৪ ডিসেম্বর : কয়েকদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ হেরেছে ভারত। এখন টেস্ট ম্যাচেও ভারতকে লড়াই করতে হচ্ছে। বুধবার চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই ভেঙে পড়েছিল বিরাট কোহলিরা। ১৯ ওভারে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন রীতিমতো কোনঠাসা। তখন ক্রিজে এসে হাল ধরেন ঋষভ পন্থ (৪৬)। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তাইজুল ইসলাম (৩/৮৪) ও মেহেদি হাসানের (২/৭১) বোলিংও তখন যেন ভারতের কাছে যেন আতঙ্ক। মোক্ষম সময়ে বড় রানের পার্টনারশিপ খেলে ভারতকে একটা ভদ্রস্থ রানে পৌঁছন চেতেশ্বর পুজারা (৯০) ও শ্রেয়স আয়ার (৮২*)।
পুজারা এবং শ্রেয়স মিলে ১৪৯ রানের জুটি গড়েন। শতরানের কাছে এসে ফিরে যেতে হয়েছে পুজারাকে। ৯০ রানের ইনিংসে ১১টি চার মারেন পুজারা। তাঁর উইকেট নেন তাইজুল। তবে শতরানের পথে শ্রেয়স। দিনের শেষে ৮২ রানে অপরাজিত আছেন তিনি।
এদিকে, ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের ৮৩ তম ওভারে ইবাদত হোসেনের বল উইকেটে লাগল, আলোও জ্বলে উঠল কিন্তু বেল পড়ল না। তখন ব্যাট করছিলেন শ্রেয়স আয়ার। আইসিসি নিয়ম অনুযায়ী বেল সম্পূর্ণ ভাবে উইকেটের উপর থেকে উঠে নিচে পড়লে অর্থাৎ উইকেট থেকে বেল বিচ্ছিন্ন হলে তবেই বোল্ড আউট হবে। শ্রেয়সের ক্ষেত্রে সেটা না হওয়ায় এ যাত্রায় বেঁচে গেলেন শ্রেয়স। প্রাণ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার শতরান করে ভারতকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।