টেস্ট সিরিজঃ আড়াই বছর পর শতরান করলেন পুজারা

0

◆ভারত – (৪০৪ ও ২৫৮ শুভবন গিল -১১০, চেতেশ্বর পুজারা – ১০২)
◆বাংলাদেশ – (১৫০ ও ৪২/০)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ ডিসেম্বর : দীর্ঘ আড়াই বছর পর শতরান করলেন ভারতের ব‍্যাটার চেতেশ্বর পুজারা। শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৩০ বলে ১০২ রানের ইনিংস খেলেন পুজারা। এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন পুজারা।

একই দিনে প্রথম টেস্ট শতরান করলেন শুভমন গিল। তিনি ১৫২ বলে করেন ১১০ রান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। মূলত ভারতের এই দুই ব‍্যাটারের রানের সৌজন‍্যে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ল ভারত। বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ‍্য মাত্রা রাখে।

প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫১৩ রানের লক্ষ‍্য মাত্রাকে সামনে রেখে ব‍্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ ৪২ রান করেছে। পরিস্থিতি যা তাতে ভারতের জয় পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here