টুর্নামেন্টের নাম বিভ্রাট কাটিয়ে শুরু হল “মেয়র্স কাপ”

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আপাতত নাম বিভ্রাট কাটিয়ে শুরু হল ৬৪ স্কুল দলের “মেয়র্স কাপ।” আজ, সকালে ইডেনে “মেয়র্স কাপ” উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KMC (কলকাতা মিউনিসিপ‍্যাল কর্পোরেশনের) MMIC দেবাশিস কুমার। ছিলেন CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সহ অন‍্যান‍্য কর্তারা। প্রসঙ্গত, হঠাৎই CAB কর্তারা মেয়র্স কাপ নাম বদলে দেওয়ার পর স্কুল টুর্নামেন্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন KMC কর্তৃপক্ষ। সেটা জানতে পেরে CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ভুল শুধরে, দূঃখ প্রকাশ করে কোনও রকমে পরিস্থিতি সামাল দেন। টুর্নামেন্টের নামটাও “মেয়র্স কাপ” রাখা হয়। সমস‍্যা মিটতেই মঙ্গলবার সকালে ইডেনে উপস্থিত থেকে মেয়র্স কাপ উদ্বোধন করেন KMC এর MMIC দেবাশিস কুমার।

ইডেনের এই অনুষ্ঠানে দেবাশিস কুমারকে সম্মান জানান CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি বক্তব‍্য রাখতে গিয়ে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন‍্য MMIC দেবাশিস কুমারকে ধন‍্যবাদ জানান। এই টুর্নামেন্টের সঙ্গে থাকার জন‍্য KMC ও KKR কেও ধন‍্যবাদ জানিয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি। তিনি আরও জানান, এই স্কুল টুর্নামেন্ট থেকেই অনূর্ধ্ব-১৩ দলের জন‍্য ক্রিকেটার বাছাই করা হবে। MMIC দেবাশিস কুমার জানান,”এই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকেই অনেক প্রতিভা উঠে আসবে। যা ভবিষ‍্যতে আমাদের বাংলার ক্রিকেটের জন‍্য ভাল।”

মোট ৬৪ টি দল নিয়ে এই স্কুল টুর্নামেন্ট। ১৬ টি গ্রপে দলগুলিকে ভাগ করা হয়েছে। মোট ম‍্যাচ হবে ১১১টি। গ্রুপ পর্যায়ে ৯৬ টি ও নক আউটে ১৫টি ম‍্যাচ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here