ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সব জল্পনার অবসান। মোহনবাগান ক্লাবের সভাপতি টুটু বসুই থাকছেন। বুধবার ক্লাবের কার্যকরি কমিটির শেষে সচিব দেবাশিস দত্ত সরকারি ভাবে জানিয়ে দিলেন,কমিটির সদস্যরা টুটু বসুকেই সভাপতি বেছে নিয়েছেন।
এই সভাপতি পদ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। নাম ভেসে উঠে এসেছিল শ্যামল সেন,সুব্রত ভট্টাচার্য নাম। টুটু বসু এই মূহুর্তে দুবাইতে আছেন। এদিন, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”টুটুদা সভাপতি থাকছেন। তবে আমরা এই পদের নিয়মে কিছুটা বদল আনছি। আগে ছিল সভাপতি হতে গেলে ২০ বছর সদস্যপদ থাকতে হবে। সেটা কমিয়ে ১৫ বছর করা হচ্ছে। আজ কার্যকরি কমিটিতে পাস হয়ে গেছে। পরে অ্যানোয়াল স্পেশাল জেনারেল মিটিংয়ে পাস করা হবে।” মোহনবাগান ক্লাব সূত্রের খবর, টুটু বসূর শরীর খুব একটা ভাল নয়। তাই আগামী ৬ মাসের পর টুটুবাবু সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নেবেন। আর কার্যকরি কমিটি যাদের পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চাইছেন তাদের কারও ২০ বছরের সদস্যপদ নেই। তাই সব দিক বিবেচনা করেই পাঁচ বছর কমিয়ে ১৫ বছর করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে, ক্লাবের গ্যালাড়িতে প্রাক্তন খেলোয়াড়দের জন্য ভিভিআইপি বক্স তৈরি করতে চলেছেন সচিব দেবাশিস দত্ত।