ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ মার্চ : এবারের মোহনবাগান ক্লাব নির্বাচন ঘিরে ছিল হাজারো প্রশ্ন। সৃঞ্জয় বসু কেন সরে গেলেন? কেন টুটু বসুকে দেখা গেল না? কেন বিরোধী পক্ষ নির্বাচনী লড়াইয়ে নামল না? তাহলে কি দেবাশিস দত্ত, বসু পরিবার ত্যাগ করলেন?
“স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি”- র রহস্য সামনে একদিন হয়তো আসবে। কিন্তু সচিব পদে বসার আগে বৃহস্পতিবার সকালে তাঁর ময়দানের “গডফাদার” টুটু বসুকে প্রণাম করে আর্শীবাদ নিয়ে নতুন ইনিংস শুরু করলেন দেবাশিস দত্ত। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, বসু ও মিত্র পরিবারের সঙ্গে তিনি আগের মতোই আছেন,থাকবেনও।
“আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি,তার বড় অবদান টুটু বসু ও অঞ্জন মিত্র। এঁরা না থাকলে সম্ভব হত না। আজ সকালেই টুটুদার আর্শীবাদ নিয়ে এসেছি। আমাকে সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে তিনি ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন।” বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিক ভাবে সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত দেবাশিস দত্ত কথাগুলি বলছিলেন।
বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বিচারপতি অসীম কুমার রায় নতুন সচিবসহ অন্যান্য আধিকারিক ও কর্মসমিতির নাম ঘোষণা করেন। এবারের বিরোধী পক্ষ লড়াইয়ে না করায় স্বপন ব্যানার্জির প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জনের নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়। দেবাশিস দত্ত সচিব হওয়া ছাড়াও সহ সচিব পদে সত্যজিত চ্যাটার্জি ও ফুটবল সচিব পদে স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন।
সচিব পদে বসেই এক গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছেন দেবাশিস দত্ত।
যেমন— (১) নতুন মরসুমে মোহনবাগান কলকাতা ফুটবল লিগে অংশ নেবে। শুধু কলকাতা লিগ নয়,শিল্ড,ডুরান্ডেও সিনিয়র দল লিগে অংশ নেবে।
(২) ইতিমধ্যে গোয়া থেকে ক্লাবে জিমনাসিয়ামের সরঞ্জাম পৌঁছে গিয়েছে। এখন থেকে ক্লাবে এসেই সিনিয়র দলের ফুটবলাররা জিম করবেন।
(৩) ১৫ এপ্রিল পযর্ন্ত মাঠ হকির দখলে। তারপর থেকেই ক্লাবের মাঠের মাটি খুঁড়ে নতুন করে মাঠ তৈরির কাজ শুরু হবে। মাঠ তৈরি হওয়ার পর থেকে মোহনবাগান সিনিয়র দল ক্লাবের মাঠেই অনুশীলন করবে।
(৪) সামনের বছর থেকে মহিলা ফুটবল দল তৈরি করে কন্যাশ্রী কাপে অংশ নেবে মোহনবাগান।
(৫) নতুন করে তৈরি হবে মোহনবাগানের হকি দল।
(৬) অতীতে হকির মতো অ্যাথলেটিক্সেও বহু সাফল্য পেয়েছিল বাগান। এবার ক্লাবের অ্যাথলেটিক্সকেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।
(৭) ক্লাবের নিজস্ব টেনিস খেলার চল ছিল। বহু বছর তা বন্ধ। এবার সেই টেনিসও শুরু করা হবে।
(৮) শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে একটি রাস্তার নামকরণ করা হবে। ইতিমধ্যে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে কথাও হয়ে গিয়েছে।
(৯) সমর্থকদের জন্য আপাতত দু’টি সদস্য কার্ড রয়েছে। দুটি কার্ডের পরিবর্তে একটি কার্ডের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে সদস্যরা অনলাইনে টাকা জমা করে সদস্যপদ নবীকরণ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।
(১০) ক্লাবের নিজস্ব কাফেটেরিয়ার আরও উন্নতি করারপ্রয়োজন। খুব শীঘ্রই নতুন করে কাজ শুরু হবে।
(১১) প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে ক্লাব তাঁবুতে গেট করা হবে খুব শীঘ্রই।
ফুটবল সচিব পদে থেকে গেলেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটিকে মোহনবাগানের দলে ফুটবল সচিবের ভূমিকা কি থাকবে? উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”বাবুনের বড় ভূমিকা থাকবে। ভবিষ্যতে আপনারা জানতে পারবেন”।
সভাপতি কে হবেন? টুটু বসুকে কি সভাপতি হিসেবে দেখা যাবে? দেবাশিস দত্ত বলেন,”নতুন কর্ম সমিতির প্রথম বৈঠক হবে আগামী ৩০ মার্চ। ওই বৈঠকেই সভাপতি নির্বাচন করা হবে। সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, টুটুদা মানেই মোহনবাগান। মোহনবাগান মানেই টুটুদা। মোহনবাগানিদের হৃদয়ে চিরকাল টুটু বসু থাকবেন।”
কয়েক মাস আগেও মোহনবাগান সদস্য-সমর্থকদের একটা অংশ দাবি করেন,ক্লাবের নামে আগে এটিকে শব্দ সরিয়ে ফেলতে হবে। নতুন সচিব হয়ে এই বিষয়টা নিয়ে কি পদক্ষেপ করবেন?
এই প্রশ্নের জবাবে দেবাশিস দত্ত বলেন,”ব্যক্তিগত ভাবে যদি বলেন,তাহলে আমিও শুধু মোহনবাগানের পক্ষে। এতে দ্বিমত নেই। কিন্তু আজকের দিনে কমার্সিয়ালি কিছু করতে হয়। এটিকের কোনও টিম নেই। কিন্তু ওদের যে কোম্পানি আছে তার ব্র্যান্ড হচ্ছে এটিকে। যে ফান্ড দিচ্ছে। আর ফান্ড নেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে এই ব্র্যান্ডটা যুক্ত হয়েছে। আমি জানি কিছু সদস্য-সমর্থকদের কষ্ট হচ্ছে। তাঁদের এই কষ্ট নিয়ে আমাদের নতুন কর্ম সমিতি নিশ্চিত ভাবনা চিন্তা করবে।”
প্রসঙ্গত মোহনবাগানের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন উত্তম সাহা। অর্থসচিব, ক্রিকেট-সচিব, হকি-সচিব এবং টেনিস-সচিব পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মুকুল, মহেশ কুমার টেকরিওয়াল, শুভাশিস পাল এবং সন্দীপন বন্দ্যোপাধ্যায়। এদিনই এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ ঘোষণা করেছেন আগামী মরসুমেও ফেরান্দোকেই কোচ হিসেবে রেখে দেওয়া হল।