ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৯ ডিসেম্বর : কার্যত অলরাউন্ডার শাসবাজ আহমেদের কাছে হেরে গেল মোহনবাগান। বুধবার সিএবির প্রথম টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল তপন মেমোরিয়াল। রীতিমতো দাপটের সঙ্গে মোহনবাগানকে ৩৩ রানে হারিয়ে ট্রফি নিয়ে মাঠ ছাড়লেন তপনের ক্রিকেটাররা।
এদিন টস জিতে প্রথমে তপন মেমোরিয়ালকে ব্যাট করতে পাঠান বাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে চাপে ছিলেন তপনের ব্যাটসম্যানরা। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় তপন। এরপরই পালটা লড়াই শুরু করেন শাহবাজ এবং কাইফ আহমেদ। ৪১ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শাহবাজ। অন্যদিকে, ৩৬ বলে ৩৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন কাইফ। এই দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৫ রান করে তপন মেমোরিয়াল। মোহনবাগান বোলারদের মধ্যে দু’টি করে উইকেট পেয়েছেন আকাশদীপ এবং রাজকুমার পাল। একটি করে উইকেট পান অনুরাগ তিওয়ারি ও প্রিন্স যাদব।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং শুরু করে তপন মেমোরিয়ালের বোলাররা। বিশেষ করে শাহবাজ। ব্যাটে দলকে নির্ভরতা দেওয়ার পর বল হাতেও শাহবাজ ছিলেন দুরন্ত। ৩.৫ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে মোহনবাগানকে চাপে ফেলে দেন। তাঁর বোলিংয়ের সামনে পরে লড়াই করার চেষ্টা করে গেলেন মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (৪৬) ও ওপেনার বিবেক সিং (৩০)। তবু শেষ রক্ষা হয়নি। ১১২ রানেই অল আউট হয়ে যায় মোহনবাগান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ব্যাটে বলে সফল শাহবাজ আহমেদ।
করোনা পরিস্থিতিতে যেভাবে ক্রিকেটকে ফিরিয়ে এনেছেন তার জন্য সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া প্রশংসার যোগ্য। ক্রিকেটারদের সুরক্ষা বলয়ে রেখে খুব সতর্ক থেকে সিএবির এই প্রথম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শেষ করা গিয়েছে। এদিন, ফাইনালে ডিজে থেকে ঢাক – সব ব্যবস্থাই ছিল।