ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ ফেব্রুয়ারি : আসন্ন ভারত- ওয়েষ্ট ইন্ডিজ টি-২০ ম্যাচ দেখতে ইডেনে ঢুকতে পারবেন না সাধারণ দর্শক। চলতি মাসেই ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ হবে ইডেনে। কিন্তু সাধারণ দর্শকদের ইডেনে ঢোকার অনুমতি দিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শুক্রবার , এক সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, “আমরা ইডেন গার্ডেন্সে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশ করতে দিচ্ছি না। সাধারণ মানুষকে কোনও টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সিএবি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হবে। দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না। রাজ্য সরকারের ছাড়পত্র আমরা পেয়েছি। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। তাই এই সিদ্ধান্ত।”
প্রসঙ্গত, ইডেনে ম্যাচের জন্য রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আগেই দিয়েছিল। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তার জন্যই ইডেনে সাধারণ দর্শকদের ঢুকতে দেওয়া হবে না।
গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়েছিল ইডেনে। সেই ম্যাচ দেখতে ৭০ শতাংশ দর্শক হাজির ছিলেন। ওই ম্যাচেও বিভিন্ন জায়গায় কোভিডবিধি ভঙ্গ করতে দেখা গিয়েছিল সাধারণ মানুষকে। ভারতে করোনা সংক্রমণ এখনও আছে। তাই বোর্ড কোনও ঝুঁকি নিতে চায় না।