ভারত -১৫১/৭
পাকিস্তান – ১৫২/০
পাকিস্তান ১০ উইকেটে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে প্রথম হার ভারতের। শুধু হার নয়, লজ্জার হার,বিরাট কোহলির হাত ধরে। রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান।
বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল ১২ বার (ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপ মিলিয়ে) ১২ বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে ১৩তম সাক্ষাতে হার মানতে হল ভারতকে। পাক জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক বাবর আজম।
ভারতের ১৫১ রান তাড়া করতে গিয়ে ভুবনেশ্বর, সামিদের ক্লাব স্তরে নামিয়ে এনে অনায়াসেই জয় ছিনিয়ে নিল পাকিস্তান। এবারের টি-২০ বিশ্বকাপে অভিযান হার দিয়ে শুরু করল ভারত।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাক অধিনায়ক বাবর। ভারত শুরুতেই রোহিতের উইকেট হারায়। টিম ইন্ডিয়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের। তৃতীয় ওভারে লোকেশ রাহুল আউট হতেই চাপে পড়ে যায় ভারত। ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন বিরাট কোহলি ৷ ৪৯ বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ছয় মারেন কোহলি৷ দ্বিতীয় সর্বোচ্চ রান ঋষভ পন্থের ৩৯ রান ৷ চার ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন আফ্রিদি।
ভারতের জবাবে ব্যাট করতে নেমে ৫২ বলে ৬৮ রান করেন বাবর ৷ আর ৫৫ বলে ৭৮ রান করেন মহম্মদ রিজওয়ান।