টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন’৭ নভেম্বর : পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে হারার পরই এবারের টি-২০ বিশ্বকাপ থেকে ভারত কার্যত ছিটকে গিয়েছিল। ক্রিকেটীয় অঙ্কের বিচারে একটা ক্ষীণ আশা ছিল। রবিবার সন্ধ‍্যায় সেই ক্ষীণ আশাটাও শেষ হয়ে গেল। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল‍্যান্ড। সেই সঙ্গে এবারের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।

এদিন ম‍্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ইনিংস একটু আশা জাগিয়েছিল বিরাটদের। কিন্তু নিউজিল্যান্ডের দুই ব‍্যাটসম‍্যান কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ঝোড়ো ইনিংস ভারতের সেই আশায় জল ঢেলে দিলেন।

এদিন আফগানিস্তান – নিউজিল‍্যান্ড ম‍্যাচে যদি আফগানিস্তান জিততে পারত তাহলে ভারতের শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রাখতে পারত। এই অবস্থায় এদিন টস জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে। জবাবে নিউজিল‍্যান্ড ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। কেন উইলিয়ামসন ৪০ (৪২)ডেভন কনওয়ে ৩৬(৩২) রান করেন। এই ম‍্যাচের ফলাফলে সোমবার ভারত -নামিবিয়া ম‍্যাচ নিয়মরক্ষার ম‍্যাচ হয়ে দাঁড়াল।

অস্ট্রেলিয়া,ইংল‍্যান্ড পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গেল। নিউজিল‍্যান্ড খেলবে ইংল‍্যান্ডের বিরুদ্ধে। অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here