টি-২০ বিশ্বকাপঃ আবার হারল ভারত,শেষ চারে অনিশ্চিত বিরাট বাহিনী

0

◆সংক্ষিপ্ত স্কোর◆

ভারত: ১১০/৭ (পাণ্ডিয়া-২৩, জাদেজা-২৬*)
নিউজিল্যান্ড: ১১১/২ (মিচেল-৪৯)
৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩১ অক্টোবর : আবার হার টিম ইন্ডিয়ার। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম‍্যাচেও লজ্জার হার ভারতের। প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল বিরাট বাহিনী। দ্বিতীয় ম‍্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হল ভারতকে। পর পর দুই ম‍্যাচে জঘন‍্য ভাবে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুব কঠিন হয়ে গেল বিরাটদের।

পরপর দুই ম‍্যাচে হারার ফলে গ্রুপ টু-তে পাঁচ নম্বরে রয়েছে ভারত ৷ আর গ্রুপের প্রথম তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করেছে ফেলেছে পাকিস্তান ৷ প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে চার পয়েন্ট নিয়ে দু’ নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ শুধু তাই নয়, স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান-রেটে অন্যদের অনেক পিছনে ফেলে দিয়েছেন মহম্মদ নবিরা ৷ এখন বাকি তিন ম‍্যাচে বড় ব‍্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন‍্য দলের উপরও। সব মিলিয়ে এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের আশা কার্যত শেষ।

উইকেট নেওয়ার পর ট্রেন্ট বোল্টকে শুভেচ্ছা সতীর্থদের

এদিন দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল‍্যান্ডের কাছে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত ৷ সূর্যকুমার যাদবকে বসিয়ে এদিন ঈশান কিষানকে খেলিয়েও কোনও লাভ হয়নি ৷ ৮ বলে মাত্র ৪ রান করে ডাগ-আউটে ফেরেন ঈশান ৷ রোহিত তিন ও বিরাট চার নম্বরে নেমেও বড় রান আসেনি কারোর ব্যাট থেকে। ভাইস-ক্যাপ্টেন রোহিতের অবদান ১৪ বলে ১৪ রান ৷ আর ক্যাপ্টেন কোহলির অবদান ১৭ বলে ৯ রান। একমাত্র হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ভারতীয় ইনিংসকে টেনে তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করে ভারত। জবাবে নিউজিল‍্যান্ড ১৪ ওভার ৩ বলে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। মিচেল ৪৯, কেন উইলিয়ামসন ৩৩ এবং মার্টিন গুপ্তিল ২০ রান করেন। ভারতের জসপ্রিত দুটি উইকেট নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here